বিয়েতে অস্বীকৃতি গ্রেপ্তার যুবক

ব্যুরো নিউজ ১৩ নভেম্বর : দেগঙ্গায় প্রেমের প্রতিশ্রুতিতে সহবাস করে তরুণীকে অন্তঃসত্ত্বা করে বাচ্চা নষ্ট করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী বারাসত থানার পুলিশ অভিযুক্ত যুবক অর্ঘ্য সরকারকে গ্রেপ্তার করেছে।

রেস্তোরার স্বাদে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু রেসিপি গার্লিক বাটার নান

গর্ভপাতের পর তরুণী অসুস্থ হয়ে পড়ে

হাবড়ার কুমড়া এলাকার তরুণীর সঙ্গে বছরখানেক আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অর্ঘ্যের। প্রেমের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার পর তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।গর্ভপাতের পর তরুণী অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি জানতে পারে এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তরুণীর পরিবারের সদস্যরা অর্ঘ্যের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু অর্ঘ্য বিয়েতে রাজি না হয়ে বরং হুমকি দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে সোমবার রাতে তরুণী ও তার পরিবার বারাসত মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।

ভিনরাজ্যে নাবালক শ্রমিক পাচারের চক্র ভাঙল, ধৃত দুই দালাল

তরুণীর এক আত্মীয় জানান, “ওদের সম্পর্কের কথা আমরা জানতাম, এবং বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্তু এই ঘটনা ঘটল। আমরা বিষয়টি প্রথমে বুঝতে পারিনি।” বর্তমানে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর