ব্যুরো নিউজ ১৩ নভেম্বর : ভোটের দিনে ভাটপাড়ায় দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারালেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। সকালেই ভাটপাড়ার একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। সেই সময় ৭-৮ জন দুষ্কৃতী দল হঠাৎই এসে গুলি চালায় এবং বোমা ছোড়ে। গুলিতে গুরুতর আহত অশোককে দ্রুত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়. যেখানে শেষমেশ তার মৃত্যু হয়।
যাতায়াত মাধ্যম দ্রুত জন্য তৈরি হচ্ছে ‘বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে’
দুষ্কৃতীরা দোকানের ভিতরে ঢুকে পড়ে
ঘটনার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, এবং দ্রুত সেখানে পৌঁছান পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। কমিশন থেকেও দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে।অশোক সাউয়ের শরীরে চারটি গুলি লেগেছিল। ওই ওয়ার্ড সভাপতি বর্তমানে কোনও পদে ছিলেন না । দলের অন্দরেই এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এই অভিযোগ অস্বীকার করে জানান “ঘটনার বিষয়ে আমরা শুনেছি তবে দুষ্কৃতীরা কারা তা এখনও স্পষ্ট নয়।”
ধোনির আইনি সমস্যাঃ ঝাড়খণ্ড হাইকোর্টে নোটিশ, আইপিএল ২০২৫-এর আগে নতুন মামলা
বারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিকের দাবি, এই হামলার পেছনে বিরোধী দলের নেতা অর্জুন সিংয়ের হাত রয়েছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যায়নি। চায়ের দোকানের মালিক জানিয়েছেন, “দোকানে অনেক ভিড় ছিল, আমি চা বানাচ্ছিলাম, হঠাৎই গুলি চলতে শুরু হয়।” এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ গুলির শব্দ শুনে হতবাক হয়ে যাই। দুষ্কৃতীরা দোকানের ভিতরে ঢুকে পড়ে। কোনও মতে পালিয়ে বেঁচেছি।”