আমির খান

ব্যুরো নিউজ ১২ নভেম্বর :বলিউডের তিন খানের জনপ্রিয়তা যেন সময়ের সঙ্গে আরও বেড়েই চলেছে। একসময় অনেকে ভেবেছিলেন, বয়স বাড়লে শাহরুখ খান, সলমন খান ও আমির খানের তারকা মর্যাদা হয়তো কমে যাবে। কিন্তু ৬০-এর কাছাকাছি বয়সে এসেও শাহরুখ ও সলমন যেভাবে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন। তাতে তারা বলিউডের ‘তুরূপের তাস’ হিসেবেই নিজেদের প্রমাণ করেছেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে তাদের ক্যারিয়ার—সবকিছুতেই তাদের নিয়ে কৌতূহল সর্বদাই তুঙ্গে। শাহরুখ-সলমন যখন একের পর এক অ্যাকশন ছবিতে বাজিমাত করছেন, সেখানে আমির খান অন্য পথ ধরেছেন।

‘পুষ্পা ২’ ট্রেলার রিলিজ ইভেন্টে আসছেন আল্লু অর্জুন, কলকাতাতেও কবে জেনে নিন 

অ্যাকশন ছেড়ে রোম্যান্সে কেন আমির ?

আজব ফ্যাশনের জাদুতে ১৭৩ কোটির মালকিন উরফি জাভেদ!

অন্যদিকে, আমির খান একটু আলাদাভাবেই নিজের ছবি বেছে নিতে পছন্দ করেন। যদিও তার শেষ তিনটি ছবি ফ্লপ হয়েছে। তবুও তিনি এখনও ছকভাঙা কিছু নিয়ে দর্শকদের সামনে আসতে চান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, তিনি রোম্যান্টিক ছবি করতে প্রস্তুত যদি চরিত্রটি তার বয়সের সঙ্গে মানানসই হয়। তার কথায়, “রোম্যান্টিক গল্প হলে অবশ্যই করব। এই বয়সে রোম্যান্স কিছুটা আনকমন হলেও, চরিত্রের সঙ্গে মানিয়ে গেলে কেন নয়?”

ছবি মুক্তির ১১ দিনে ‘সিংঘম এগেইন’ বনাম ‘ভুল ভুলাইয়া ৩’ বক্স অফিস সংগ্রহে কে এগিয়ে?

যেখানে শাহরুখ-সলমন অ্যাকশন দিয়ে দর্শকদের মন জয় করতে ব্যস্ত, সেখানে আমির খান বরং রোম্যান্সের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করতে চান। অতীতে তার অভিনীত অনেক ছবিই আলাদা স্বাদের গল্প নিয়ে তৈরি হয়েছে এবং তা দর্শকপ্রিয়তাও পেয়েছে। এবারও তিনি আশা করছেন, ভিন্নধর্মী কোনো চরিত্রে নিজেকে তুলে ধরার মাধ্যমে ভক্তদের মন জয় করতে পারবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর