নিয়মিত রঞ্জি খেলুন বিরাট রোহিত

ব্যুরো নিউজ,১১ নভেম্বর:যেভাবে নিউজিল্যান্ড এর সঙ্গে তিন টেস্টের সিরিজে পর্যুদাস্ত হয়েছে ভারত দেশের মাটিতে তা অনেকটাই অভাবনীয়। সদ্য ওয়ার্ল্ড কাপ জিতে ভারত যে আত্মবিশ্বাস দেখিয়েছিল কিউইদের সামনে পড়ে তা ধুলোয় মিশিয়েছে। এবার অস্ট্রেলিয়া সফর। রোহিত ও বিরাট যা রান করেছেন তা ভারতের বোলিং লাইন আপের খেলোয়াররা ব্যাট করতে নেমে তেমন রান করলে বলার কিছু ছিল না কিন্তু ওপেনার এবং নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে ভারতীয় ব্যাটিং লাইন আপের দুই স্তম্ভ চাপের মুখে বারবার ভেঙে পড়েছে এমনকি লুজ বল, আউটসাইড অফ স্টাম অথবা লেকপুলে খোঁচা দিয়ে সহজে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন দুই ব্যাটার। তাই অনেকেই বলছেন আত্মবিশ্বাস ফিরে পেতে নিয়মিত রঞ্জি খেলুন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

ফরাসী সেনার চোখে ভারতের পিনাকা রকেট সিস্টেমঃ নতুন আন্তর্জাতিক প্রশংসা

দেরিতে পৌঁছাতে পারেন রোহিত?

২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে বর্ডার গা্ভাস্কার ট্রফির প্রথম টেস্ট। প্রথমে সোনা গিয়েছিল দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত শর্মা। তাই অস্ট্রেলিয়া সফরে তার যাওয়া অনিশ্চিত কিন্তু হঠাৎই কি বদলাচ্ছে পরিকল্পনা? জানা গেছে চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারেন রোহিত শর্মা। পরিকাঠামোর কারণে এবার ভারতীয় ক্রিকেট টিম দু ভাগে বিভক্ত হয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছে। আর রোহিত সম্ভবত অনেকটা পরে অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছবেন পার্থে।প্রথম টেস্টে তিনি খেলবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি তবে ইতিমধ্যে ব্যাটে দারুন রান পেয়ে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ তৈরি হচ্ছে ধ্রুব জুরেল , অভিমন্যু ঈশ্বরান, ও সরফরাজ খানের। সেই সঙ্গে সন্দেহ দানা বেধেছে ভারতীয় ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন রোহিত শর্মার মধ্যে কোন ইগোর সমস্যা হচ্ছে সে বিষয়েও।

তৃণমূলের হুমকির পাল্টা শুভেন্দুর প্রতিশ্রুতিঃ ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে, ৭ দিনের মধ্যে টাকা সুদ সহ ফেরত দেব’

তবে তেমন কিছু ঘটলে রোহিত বা কোহলির মধ্যে কাউকে আপাতত সরিয়ে ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হতে পারে কারণ অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন জুরেল। অস্ট্রেলিয়ান পেসার ও স্পিনারদের সামলেছেন দক্ষ ব্যাটসম্যানদের মত। নিউজিল্যান্ডের কাছে ০-৩ হারের পর কোচ গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকার এর মধ্যে মিটিং হয়েছে সেখানেও মতের অমিল স্পষ্ট। টিমের পেসার রানা এবং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির অন্তর্ভুক্তি কোচ চাইলেও অধিনায়ক তা মানতে চাননি। এখন দেখার ভারতীয় ক্রিকেট টিম কতটা টিম ইন্ডিয়া হিসেবে performance করতে পারে। অন্যথায় আবার কিউইদের কাছে পর্যুদস্ত হওয়ার মত ইতিহাসের পুনরাবৃত্তি সময়ের অপেক্ষা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর