আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : আলিপুর চিড়িয়াখানা বরাবরই পশুপ্রেমীদের অন্যতম পছন্দের স্থান।চিড়িয়াখানায় পশু-পাখিরা থাকে খাঁচায়, আর মানুষ বাইরে থেকে তাদের দেখে। তবে এবার শীতের মরসুমে দর্শকদের জন্য আলিপুর চিড়িয়াখানায় আসছে এক অভিনব অভিজ্ঞতা—এবার দর্শনার্থীরাই প্রবেশ করতে পারবেন পাখির খাঁচার ভিতরে।

 দিল্লিতে বাজি নিষেধে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

কাছাকাছি গেলেও ক্ষতি না করে তাদের

আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। পাখিরা যাতে নিরাপদ থাকে, সেই জন্য নির্দিষ্ট ব্যবস্থাপনায় এই অভিজ্ঞতা মিলবে, যেখানে দর্শকরা পাখিদেরভ। নিরাপদ দূরত্বে থেকেই ছবি তুলতে পারবেন।খাঁচার মধ্যে প্রবেশের এই সুযোগে কাঁচ দিয়ে মোড়ানো নির্দিষ্ট পথ ধরে হাঁটতে হবে দর্শকদের। ১২ প্রজাতির নানা পাখি, ছোট্ট জলাশয় ও বসার জায়গা সহ খাঁচাটিকে সাজানো হয়েছে। দর্শনার্থীরা কাঁচের বাইরে থেকে পাখির সঙ্গে ছবি তুলতে পারবেন এবং কিছুক্ষণ জিরিয়ে নিতে পারবেন। শীতের মিষ্টি রোদে কমলালেবু খেতে খেতে চিড়িয়াখানার এই নয়া অভিজ্ঞতা দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।

ফরাসী সেনার চোখে ভারতের পিনাকা রকেট সিস্টেমঃ নতুন আন্তর্জাতিক প্রশংসা

এছাড়া এবারের শীতে আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথিরাও এসেছে। নন্দনকানন ও শিলিগুড়ি বেঙ্গল সাফারি থেকে আনা হয়েছে রয়াল বেঙ্গল টাইগার, সিংহ, হিমালয়ান ভল্লুক, জলহস্তী, সোয়াম্প ডিয়ার, মাউস ডিয়ারসহ আরও বিভিন্ন প্রজাতির প্রাণী। বিশেষ করে বিলুপ্তপ্রায় চিতা বিড়ালও দেখা যাবে, যাদের চেহারায় চিতাবাঘের মতো ভাব রয়েছে। এ ছাড়াও আলিপুর চিড়িয়াখানায় আরও নতুন প্রাণী আনার পরিকল্পনা রয়েছে। এই শীতে আলিপুর চিড়িয়াখানায় গেলে পুরোনো পরিবেশের সঙ্গে নতুন অভিজ্ঞতাও উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর