বাজি নিষেধে

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : দিল্লিতে বাজি নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারকে ২৫ নভেম্বর সময়সীমা ধার্য করল দেশের শীর্ষ আদালত। বিচারপতি অভয় এস ওকা ও অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে  নির্দেশ দিয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কোনও কাজ কোনও ধর্মীয় সম্প্রদায় সমর্থন করে না। স্বাধীনভাবে জীবনধারণ মানুষের মৌলিক অধিকার।

দিল্লি পুলিশের ভূমিকার  কড়া সমালোচনা

সুপ্রিম কোর্ট বাজি নিষিদ্ধ করলেও প্রশাসন তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে।এ বিষয়ে দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে আদালত। বিচারপতিদ্বয় বলেন বাজি নিষিদ্ধের নির্দেশ কার্যকর করতে পারেনি পুলিশ । শুধুমাত্র বাজির কাঁচামাল বাজেয়াপ্ত করেছী। এই ধরনের ভূমিকা  ‘আইওয়াশ’ ছাড়া কিছু নয়। আদালত দিল্লি পুলিশ কমিশনারকে বিশেষ সেল গঠন এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া বাজি নিষিদ্ধের নির্দেশিকা কীভাবে কার্যকর হচ্ছে  সে বিষয়ে পুলিশকে হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শীর্ষ আদালত দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে যে, বাজি নিষিদ্ধ করার বিষয়ে স্থায়ী পদক্ষেপ নিতে সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাজি নিষিদ্ধকরণ নিয়ে কড়া অবস্থানে থাকা আদালত দিল্লির দূষণমাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আদালত যখন এই নির্দেশ দেয় তখন দিল্লিতে  বাতাসে দূষণের মাত্রা ছিল যথেষ্ট বেশি। সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৪৯, যা গুরুতর দূষণ পরিস্থিতি নির্দেশ করে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর