ব্যুরো নিউজ ১১ নভেম্বর :ভারতীয় রেলওয়ে এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক যাত্রী পরিষেবায় একের পর এক নতুনত্ব আনছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলে যাতায়াত করলেও, দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রেন এখন বন্দে ভারত এক্সপ্রেস। দেশের বিভিন্ন রুটে ইতিমধ্যেই চালু হওয়া এই প্রিমিয়াম ট্রেনটি বাংলাসহ আরও কিছু রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যারা বন্দে ভারত চড়ার অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য দারুণ খবর! ভারতীয় রেলওয়ে ঘোষণা করেছে, মাত্র ৩০ টাকার ন্যূনতম ভাড়াতেই বন্দে ভারতে যাত্রা করা যাবে।
২০২৫ মাধ্যমিক ফর্ম ফিলাপ হবে অনলাইনে, বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ
আসছে নতুন রুট ও স্লিপার সুবিধা
সম্প্রতি রেল মন্ত্রক জানিয়েছে, কেরালায় ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে, যা ডিসেম্বর অথবা নতুন বছর থেকেই যাত্রা শুরু করবে। এছাড়াও নতুন বছরে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন, যেখানে দূরপাল্লার যাত্রীরা আরামদায়ক স্লিপার সিটে শুয়ে আধুনিক পরিষেবা উপভোগ করতে পারবেন।
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! যাত্রীর কথায় চাঞ্চল্য
বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের জন্য মাসিক টিকিটের সুবিধাও আনা হয়েছে, যেখানে একবার টিকিট কেটে মাসে ২০ বার এই ট্রেনে যাত্রা করা যাবে। গুজরাটের ভূজ থেকে আহমেদাবাদ পর্যন্ত যাত্রার জন্য মাসিক টিকিটের দাম নির্ধারিত হয়েছে ৪৩০ টাকা, এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। এর মাধ্যমে যাত্রীরা যেমন স্বল্পমূল্যে প্রিমিয়াম ট্রেনে সফর করতে পারবেন, তেমনই কম সময়ে আরামদায়ক সফরের সুযোগও পাবেন।