ব্যুরো নিউজ ১০ নভেম্বর : শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার শালিমার রেলওয়ে স্টেশনের বাইরে অভিযান চালিয়ে এই চক্রের দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিআইডি।
হাওড়া স্টেশনে নতুন পলক, বাড়ছে প্ল্যাটফর্ম, যাত্রীরা পাবেন বাড়তি সুবিধা
শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে
সিআইডির দল বোটানিক্যাল গার্ডেন থানা এলাকায় আগে থেকেই ঘাঁটি গেড়ে অপেক্ষা করছিল। অভিযুক্তরা কোনোভাবেই বুঝতে পারেনি যে তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে সিআইডি। ধৃতদের কাছ থেকে মাত্র দু’দিন বয়সের এক নবজাতককে উদ্ধার করা হয়েছে, যাকে পাচারের জন্য রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতরা হলেন মানিক হালদার (৩৮) এবং মুকুল সরকার (৩২), যাদেরকে শালিমার স্টেশনের বাইরে থেকে পাকড়াও করা হয়েছে। উদ্ধারকৃত শিশুকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
হাওড়ার জগৎবল্লভপুরে অ্যাসিড হামলায় আতঙ্ক! ব্যবসায়ীকে রাতের অন্ধকারে লক্ষ্য করে আক্রমণ
এই অভিযানে সিআইডিকে সহায়তা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা “বচপন বাঁচাও আন্দোলন”। শিশু পাচারের কাজকে সন্দেহ এড়াতে মুকুল সরকার নামে এক মহিলাকে ব্যবহার করা হয়েছিল, যে মানিক হালদারের স্ত্রী পরিচয়ে কাজটি চালাচ্ছিল।সিআইডি আরও জানতে পেরেছে যে এই চক্রের নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং আগেও এরা বহু শিশু পাচার করেছে। পাচার চক্রের এই শাখা-প্রশাখাগুলি খুঁজে বের করতে তদন্ত চলছে।