ব্যুরো নিউজ ১০ নভেম্বর : দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের সময়মতো না আসার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শনিবার দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ও দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর আচমকা হাসপাতাল পরিদর্শন করতে যান। অভিযোগ, সকাল ১০টা বাজতে চললেও অধিকাংশ বিভাগের চিকিৎসকরা হাসপাতালে আসেননি, ফলে কয়েকশো রোগী লাইনে দাঁড়িয়ে ছিল।
ফিরছে শীতের আমেজ , কলকাতা ও দক্ষিণবঙ্গজুড়ে পারা পতন
চিকিৎসকরা অসৎ উপায়ে অর্থ উপার্জন করতেন
এ ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল নেতারা হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডলের সামনে অভিযোগ জানান। এর পরই দুজন চিকিৎসককে শোকজ করা হয়। হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল বলেন, “চিকিৎসকরা নিয়মিত সময়মতো আসছেন না, তাই শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও এই বিষয়ে মন্তব্য করেন, “চিকিৎসকরা সময়মতো পরিষেবা না দিলে রোগীরা সমস্যায় পড়ছেন।”এটি নতুন ঘটনা নয়, এর আগেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ণ গুহ দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় অভিযোগ তুলেছিলেন। তার দাবি ছিল, কিছু চিকিৎসক অসৎ উপায়ে অর্থ উপার্জনের জন্য রোগীদের রেফার করছেন।
এছাড়া, তৃণমূল নেতা বিশু ধর জানান, “চিকিৎসকদের জন্য আন্দোলন হলেও রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না।” হাসপাতাল পরিদর্শনে এসে রোগী ও তাদের পরিবার খুশি হলেও, চিকিৎসকদের দেরি করে আসা এবং অসন্তুষ্টি নিয়ে মন্তব্য করেছেন তারা।