ব্যুরো নিউজ ১০ নভেম্বর : প্রথমবার আইএসএলে মুখোমুখি হয়েছিল এই দুই ঐতিহ্যবাহী দল। কিন্তু মাঠে লড়াইয়ের পাশাপাশি উঠে এলো বিতর্ক । ২৮ মিনিটের মাথায় প্রথম ধাক্কা আসে যখন মহামেডানের অমরজিৎ সিং কিয়ামের সাথে সংঘর্ষে নন্দকুমারকে লাল কার্ড দেখান রেফারি। কিন্তু এর কয়েক মুহূর্ত পরেই দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলের মহেশ নাওরেমকে। তার আগের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠের জলের বোতলে লাথি মারেন মহেশ, যা রেফারির নজরে আসে, এবং দ্বিতীয় হলুদ কার্ডের পর তাকে বহিষ্কার করা হয়।
খাস কলকাতায় অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য, গ্রেপ্তার মধ্যস্থ ব্যক্তি ইসমাইল
গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে
ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, “রেফারির সিদ্ধান্ত ঠিক না ভুল তা একপাশে রেখে, মহেশের আচরণ মেনে নেওয়া যায় না। ওর শৃঙ্খলা শেখানোর জন্য ক্লাব পদক্ষেপ নেবে।” দুজন প্লেয়ার কম থাকার পরেও ইস্টবেঙ্গল ৯ জনকে নিয়ে রক্ষণাত্মক লড়াই চালিয়ে যায় এবং গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে। এই লড়াকু মনোভাব সমর্থকদের মনে ছাপ ফেলেছে, যা নৈতিক জয়ের স্বীকৃতি পেয়েছে।
দক্ষিণ ২৪ পরগনায় সদ্যোজাত কন্যাসন্তানকে পুঁতে ফেলল বাবা
ব্রুজো আরও জানান, “এই ড্র আমাদের কাছে একটি নৈতিক জয়। আমাদের দু’জন খেলোয়াড় কম থাকলেও আমরা হাল ছাড়িনি। আট মাস পর ইস্টবেঙ্গল কোনও ম্যাচে গোল খায়নি, যা আমাদের জন্য ইতিবাচক দিক। পরের ম্যাচে আরও ভাল করার চেষ্টা করব।”