ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :রূপচর্চার জন্য অনেকেই বাজারের প্রসাধনীতে ভরসা রাখেন, কিন্তু হেঁশেলেই লুকিয়ে থাকে এমন উপকরণ, যা প্রাকৃতিকভাবেই ত্বকের যত্ন নিতে পারে। বিশেষত শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখা জরুরি। ত্বককে শুষ্ক ও প্রাণহীন হতে বাধা দিতে হেঁশেলের মুসুর ডাল অত্যন্ত কার্যকরী একটি উপাদান। ভাতের সঙ্গে যেমন জমজমাট মুসুর ডালের যুগলবন্দি, তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার।
ত্বকের যত্নে মাখানার জাদু, ঘরোয়া প্যাক ও স্ক্রাবের সহজ কৌশল
শীতে ত্বকের যত্নে মুসুর ডালের ফেসপ্যাক
ট্যান তুলতে, ত্বকের জেল্লা বাড়াতে আটার ফেসপ্যাকের উপকারীতা জানুন
শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। মুসুর ডালের ফেসপ্যাক এ ক্ষেত্রে ত্বকে আর্দ্রতা যোগাতে সাহায্য করে। ডাল এক ঘণ্টা জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ দুধ এবং এক চা চামচ অলিভ অয়েল। স্নানের আগে ত্বকে এই মিশ্রণটি মেখে রাখুন ১৫-২০ মিনিট, এরপর ভালো করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে কোমল ও উজ্জ্বল।
ত্বকে ভিতর থেকে উজ্জ্বল করতে চান? মেনে চলুন এই নিয়মগুলি
শীতের রোদে ত্বকে পোড়া দাগ পড়া সাধারণ সমস্যা, বিশেষত যাঁদের সেনসিটিভ ত্বক রয়েছে। সপ্তাহে ২-৩ দিন এই মুসুর ডাল, দুধ এবং অলিভ অয়েলের ফেসপ্যাক লাগালে মুখের দাগও দ্রুত হালকা হবে। সহজলভ্য এই মুসুর ডাল প্যাকটি ত্বক পরিচর্যায় এনে দেবে নয়া উজ্জ্বলতা ও আর্দ্রতা, যা শীতের রুক্ষতায় ত্বককে সতেজ রাখতে সাহায্য করবে।