ব্যুরো নিউজ ৯ নভেম্বর : মরশুমের শুরুতে রক্ষণে দুর্বলতা ছিল মোহনবাগানের বড় মাথাব্যথা। তবে শেষ কয়েক ম্যাচে সবুজ-মেরুন সমর্থকরা দেখেছে ভিন্ন ছবি। পরপর তিন ম্যাচে ক্লিনশিট ধরে রাখার পাশাপাশি একের পর এক জয় তুলে নিচ্ছে মোহনবাগান। ভুবনেশ্বরে ওড়িশার মুখোমুখি হওয়ার আগে কোচ আন্তোনিও লোপেজ মোলিনা তার দলের রক্ষণভাগ নিয়ে আত্মবিশ্বাসী, তবে গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কিছুটা সন্দেহ রয়েই গেল। গ্রেগের সামান্য চোট থাকায় তিনি খেলবেন কিনা, তা ম্যাচের দিনই সিদ্ধান্ত নেবেন মোলিনা।
নিয়মিত খাবারের তালিকায় যদি বেগুন রাখেন তাহলে পাবেন এই উপকারিতা গুলি!
মোলিনাকে শক্তিশালী করছে মোহনবাগানের রক্ষণ
আইএসএল লিগ টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই সের্জিও লোবেরার ওড়িশা এফসি। সাত ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। যদিও প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না মোলিনা। ওড়িশার তারকাখচিত লাইনআপে রয়েছেন দিয়েগো মৌরিসিও, হুগো বুমোস, আহমেদ জাহৌ, মুর্তাদা ফল এবং মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণর মতো অভিজ্ঞ ফুটবলাররা। মোলিনা বলেছেন, “ওদের হাতে খুব ভালো প্লেয়ার আছে। ম্যাচটি কঠিন হতে চলেছে। প্রতিটি ম্যাচ আলাদা, তাই ধারাবাহিকতাই আমার লক্ষ্য।ম্যাচের আগে মোলিনাকে আরও শক্তিশালী করছে মোহনবাগানের রক্ষণ। গত কয়েক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে আস্থা তৈরি করেছে ডিফেন্স। মোলিনার কথায়, ওড়িশা আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে আমাদের দলের রক্ষণেও বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। আশা করব এই ম্যাচেও ক্লিনশিট থাকবে।
সিঁড়ি দিয়ে পড়ে গড়িয়ে বেকায়দায় বিজয় দেবারাকোন্ডা! কী হয়েছে অভিনেতা বিজয় দেবারাকোন্ডার
তবে, আক্রমণে স্টুয়ার্টের অনুপস্থিতি ভাবাতে পারে। তবুও কোচ মোলিনা আশাবাদী, কারণ দলে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস, সাহাল আবদুল সামাদের মতো দক্ষ ফুটবলাররা। তিনি বলেন, “গ্রেগ খেলুক বা না খেলুক, আমাদের দলে প্রচুর ভালো প্লেয়ার আছে যারা একইভাবে অবদান রাখতে পারবে।”