ভারতীয় রেলের নতুন পর্যটন প্যাকেজ

ব্যুরো নিউজ ৮ নভেম্বর : ভারতীয় রেল এবার কলকাতা থেকে উত্তরাখণ্ডে ভ্রমণের একটি নতুন প্যাকেজ চালু করছে, যেখানে আইআরসিটিসির (IRCTC) মাধ্যমে যাত্রা করা যাবে দেবভূমি উত্তরাখণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থান। আগামী ৩ ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে শুরু হবে এই বিশেষ ট্রেন যাত্রা। মোট ১০ রাত ১১ দিনের এই ভ্রমণ প্যাকেজে পর্যটকরা উপভোগ করতে পারবেন উত্তরাখণ্ডের বিখ্যাত জায়গাগুলি।

সাত সকালে মেট্রো বিভ্রাট! মেট্রো সুড়ঙ্গে দেহ মেলায় চাঞ্চল্য!

প্যাকেজের খরচ এবং সুযোগ সুবিধা

এই প্যাকেজে ঘোরা হবে আলমোড়া, ভীমতাল, লোহাঘাট, চৌকোরি, নৈনিতাল ও টনকপুর। এছাড়া অন্তর্ভুক্ত রয়েছে পূর্ণগিরি, শারদাঘাট, বালেশ্বর, মায়াবতী আশ্রম, হাটকালিকা মন্দির, পাতাল ভুবনেশ্বর, জাগেস্বর ধাম, গোলু দেবতা, নন্দাদেবী, কাইঞ্চি ধাম, কাতারমল সূর্য মন্দির, নানকমাত্তা গুরুদুয়ার, নয়নাদেবী প্রভৃতি দর্শনীয় স্থান।কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু হলেও, বর্ধমান, ঝাঝা, বারানৌ, হাজিপুর, গোরক্ষপুর, লখনউ থেকেও পর্যটকরা ট্রেনটিতে চড়ে উত্তরাখণ্ডের পথে যাত্রা করতে পারবেন। পর্যটকদের জন্য থ্রি টায়ার এসি কামরায় যাতায়াতের ব্যবস্থা রয়েছে, যেখানে স্টান্ডার্ড হোটেল ও হোমস্টেতে রাত্রিবাসের ব্যবস্থা থাকবে। ভ্রমণস্থলে রয়েছে এসি ও নন এসি ক্লাসের মধ্যে নির্বাচন করার সুবিধা।

বাগবাজার জগদ্ধাত্রী পুজোয় প্রতিমার মুখশ্রী বদলে ক্ষোভ, কমিটির বিবৃতি ও অঙ্গীকার

এই ভ্রমণে খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ নিরামিষ হবে। আইআরসিটিসির পূর্বাঞ্চলের জিজিএম মনোজকুমার সিং জানিয়েছেন, এই প্যাকেজে পাঁচ লক্ষ টাকার ভ্রমণ বিমার সুবিধাও থাকবে। সাধারণ প্যাকেজের খরচ পড়বে জন প্রতি ৩০ হাজার ৯২৫ টাকা, আর ডিলাক্স প্যাকেজের খরচ হবে ৩৮ হাজার ৫৩৫ টাকা। এছাড়াও, আইআরসিটিসি আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কা এবং ১৫ নভেম্বর থাইল্যান্ড ভ্রমণের প্যাকেজও চালু করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর