নীতীন

ব্যুরো নিউজ ৮ নভেম্বর : হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ নীতীন চৌহান মাত্র ৩৫ বছর বয়সে চিরবিদায় নিলেন। জনপ্রিয় শো ‘ক্রাইম পেট্রোল’, ‘এমটিভি স্প্লিটসভিলা ৫’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ এবং ‘দাদাগিরি ২’-এ অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, আত্মহত্যার পথই বেছে নিয়েছেন এই সুদর্শন অভিনেতা, যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা।

সাত সকালে মেট্রো বিভ্রাট! মেট্রো সুড়ঙ্গে দেহ মেলায় চাঞ্চল্য!

অভিনেতার মৃত্যুতে সহকর্মীসহ ভক্তরা গভীর শোকাহত

নীতীনের সহ-অভিনেতা সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ সোশাল মিডিয়ায় মৃত্যু নিশ্চিত করেন। আরেক প্রাক্তন সহ-অভিনেত্রী বিভূতি ঠাক্কর গভীর শোক প্রকাশ করে লেখেন, “শান্তিতে ঘুমোও। জীবনের সমস্যাগুলোর সম্মুখীন হতে পারার শক্তি যদি তোমার থাকত…।” বিভূতির এই পোস্টে ইঙ্গিত মেলে যে নীতীন হয়তো ব্যক্তিগত জীবনে সমস্যায় ছিলেন।নীতীনের এই আকস্মিক মৃত্যু ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে যেমনভাবে পুরো বলিউডকে নাড়িয়ে দিয়েছিল, সেরকমই তার সহকর্মীদের মনেও প্রশ্ন জাগাচ্ছে।

বাগবাজার জগদ্ধাত্রী পুজোয় প্রতিমার মুখশ্রী বদলে ক্ষোভ, কমিটির বিবৃতি ও অঙ্গীকার

আলিগড় থেকে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বইয়ে আসা নীতীনকে ২০২২ সালে শেষ দেখা গিয়েছিল ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’তে। অভিনেতার মৃত্যুতে তার সহকর্মীরা এবং ভক্তরা গভীর শোকাহত। নীতীনের বাবা এই দুঃসংবাদ শুনেই মুম্বাইতে পৌঁছেছেন।কম বয়সে এমন অকাল মৃত্যু তার পরিচিতজন ও ভক্তদের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। টেলি ইন্ডাস্ট্রিতে নীতীনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর