ব্যুরো নিউজ ৮ নভেম্বর : গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো প্রাণনাশের হুমকি পেলেন বলিউড সুপারস্টার সলমন খান। বৃহস্পতিবার শাহরুখ খানকে হুমকির পরদিনই ফের সলমনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল লরেন্স বিষ্ণোই গ্যাং। মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে বৃহস্পতিবার রাতে একটি হুমকিফোন আসে। ওরলি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রবীণ নাগরিকদের অনলাইন পেমেন্টের নিরাপত্তার তগইদে বাজারে নেমেছে নতুন UPI অ্যাপ
শুটিং সেটে রয়েছে Y ক্যাটাগরি সুরক্ষা
জানা গেছে, ফোনে দাবির সাথে বিপুল অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। এর আগে, এক ট্যাটুশিল্পীকে সলমনের কাছ থেকে টাকা হাতানোর ষড়যন্ত্রের জন্য গ্রেপ্তারও করা হয়েছে।সলমন যদিও হুমকির তোয়াক্কা না করে হায়দরাবাদে ‘সিকান্দার’ ছবির শুটিং চালিয়ে যাচ্ছেন। বিশেষ নিরাপত্তার সাথে, তার শুটিং সেটে রয়েছে Y ক্যাটাগরি সুরক্ষা ও ৬০ জন নিরাপত্তারক্ষীর বেষ্টনী। কিন্তু লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে তাকে নিয়ে হুমকির তীব্রতা ক্রমশ বাড়ছে। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের লক্ষ্যবস্তু হয়ে আছেন সলমন। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো থেকে শুরু করে তার ঘনিষ্ঠ বন্ধুদের হত্যার হুমকি—একের পর এক ঘটনা ঘটাচ্ছে এই কুখ্যাত গ্যাং।
অচেনা প্রতিপক্ষ ও কৃত্রিম ঘাসের মাঠে এএফসি লিগে ইস্টবেঙ্গলের কাছে বড় চ্যালেঞ্জ
সলমনের নিজের সুরক্ষায় দুবাই থেকে বুলেট প্রুফ গাড়িও আমদানি করা হয়েছে। তবে সলমন নিজের কাজে অবিচল, আর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে রেখেছেন। হুমকির পরও দৃঢ় মনোভাবের সাথে বলিউডের ভাইজান তার প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছেন।