ব্যুরো নিউজ, ৮ নভেম্ববর :প্রবীণ নাগরিকদের অনলাইন পেমেন্টে সহায়তা করতে জেনওয়াইস এনেছে এক নতুন ডিজাইনের পেমেন্ট অ্যাপ। ডিজিটাল দুনিয়ায় প্রবীণদের আরও বেশি করে অন্তর্ভুক্ত করতে এই অ্যাপটি সহজতর ও নিরাপদ পেমেন্টের সুবিধা দেবে। জেনওয়াইস মূলত একটি অ্যাপভিত্তিক ক্লাব যেখানে প্রবীণরা যোগাযোগ করতে সময় কাটাতে এবং নিজেদের মতামত বিনিময় করতে পারেন। এবার তাদের কথা মাথায় রেখে সহজ পেমেন্টের জন্য এই নতুন পরিষেবা চালু করা হচ্ছে।
গুজরাটের কালীমন্দিরে সোনা চুরি , পুলিশি অভিযানে ধৃত অভিযুক্ত, উদ্ধার ৭৮ লক্ষ টাকার গয়না
জেনওয়াইস আনল নিরাপদ ডিজিটাল পরিষেবা
কলকাতা বন্দরে দুর্ঘটনা, মালবোঝাই কন্টেনার উল্টে ট্রেলারচালকের মৃত্যু
বর্তমানে অনেক প্রবীণ নাগরিক স্মার্টফোন ব্যবহার করলেও, অনলাইন পেমেন্টে নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোগেন। প্রতারণার ভয়ে তারা অনলাইন পেমেন্ট থেকে দূরে থাকেন। এই কারণেই জেনওয়াইসের পেমেন্ট অ্যাপটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যা অন্য সাধারণ পেমেন্ট অ্যাপের তুলনায় সহজতর। এছাড়া এই অ্যাপ দিয়ে পেমেন্ট করতে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার প্রয়োজন হবে না যা প্রবীণদের কাছে বড় সুবিধা।
বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই, ‘ভুল ভুলাইয়া ৩’ বনাম ‘সিংহাম এগেইন’
জেনওয়াইস অ্যাপে বায়োমেট্রিক অথেন্টিকেশনের ব্যবস্থাও থাকবে যার মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া সহজ ও নিরাপদ হবে। প্রবীণ নাগরিকদের জন্য এমন একটি অ্যাপ আনার পরিকল্পনায় যুক্ত হয়েছে অ্যাক্সিস ব্যাংক। ইউপিআই লাইটের মাধ্যমে এই পরিষেবা চালু হলে প্রবীণরা স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এই পরিষেবা প্রবীণদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আনবে এবং ডিজিটাল পেমেন্টে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।