ইস্টবেঙ্গল

ব্যুরো নিউজ ৮ নভেম্বর : টানা হারের ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টায়  ইস্টবেঙ্গল। আইএসএলে চ্যালেঞ্জ জারি থাকলেও, এএফসি চ্যালেঞ্জ লিগে কিছুটা সাফল্য পেয়েছে লাল-হলুদ। তবে আইএসএলে এখনও সেই পুরনো সমস্যাতেই জর্জরিত অস্কার ব্রুজোর দল। দায়িত্ব নেওয়ার পর আইএসএলে প্রথম দুটি ম্যাচে পরাজিত হওয়ায় শনিবারের মহামেডান ম্যাচই কোচের জন্য বড় চ্যালেঞ্জ। দলকে হার থেকে রক্ষা করার পাশাপাশি নিজের হারের হ্যাটট্রিক এড়ানোও স্প্যানিশ কোচের কাছে বড় পরীক্ষা।

সরকারি দপ্তরে বিদ্যুতের বিল বকেয়া রোধে আসছে প্রিপেড মিটার, চালু হচ্ছে রিচার্জ পদ্ধতি

অস্কারের দলের পরিকল্পনা

মহামেডানের বিরুদ্ধে পরিকল্পনা নিশ্ছিদ্র করতে বৃহস্পতিবার অনুশীলনে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। ডিফেন্সে রদবদল করতে দেখা যায় অস্কারকে। প্রথম একাদশের ১১ জন ফুটবলারদের নিয়ে বোঝাপড়া বাড়ানোর জন্য আলাদা করে কাজ করলেন তিনি। আনোয়ার আলির সঙ্গে ডিপ ডিফেন্সে জুটি বাঁধাতে দেখা গেল জিকসন সিংকে। রক্ষণ সামলাতে লেফট ব্যাকে ছিলেন লালচুংনুঙ্গা, আর রাইট ব্যাক হিসেবে নিশু কুমার ও মহম্মদ রাকিপকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলালেন অস্কার। বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহেরকে অনুশীলনের দ্বিতীয় দলে রাখার সিদ্ধান্তে গুঞ্জন উঠেছে, মহামেডানের বিরুদ্ধে হয়তো সম্পূর্ণ দেশি ডিফেন্স নিয়ে মাঠে নামবে ইস্টবেঙ্গল।তবে আক্রমণ ভাগে বেশ ফর্মে রয়েছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস। শেষ চার ম্যাচে পাঁচ গোল করে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন গ্রিক স্ট্রাইকার। দিমিত্রিয়সের পারফরম্যান্স দলকে চাপমুক্ত করেছে। ডার্বি ম্যাচের জন্য ক্লেটন সিলভা, যিনি বদলি হিসেবে খেলবেন, জানালেন, “আমাদের সামনে জয়ের বিকল্প নেই। ডার্বি ম্যাচের গুরুত্ব তো থাকবেই।” আর দিমিত্রিয়সের কথায়, “গোল করলেই চাপ কমে, এমন নয়। আমার লক্ষ্য সবসময় দলের জয়।”

পরিমল দে ও চিন্ময় চট্টোপাধ্যায় স্মৃতি অনূর্ধ্ব পনেরো ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অ্যাডামাস

মহামেডানের বিরুদ্ধে এই ডার্বি ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে মরিয়া ইস্টবেঙ্গল। জয় পেলে দল আবার লিগ টেবলে নিজেদের অবস্থান শক্ত করতে পারবে। শনিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দিমিত্রিয়সের দুর্দান্ত ফর্মই হতে পারে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর অন্যতম অস্ত্র।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর