ব্যুরো নিউজ ৮ নভেম্বর : সরকারি দপ্তরগুলির বিদ্যুতের বিল বকেয়া থাকায় এই সমস্যা মেটাতে এবার নতুন ব্যবস্থা চালু হচ্ছে। এবার থেকে সরকারি অফিসগুলোতে প্রিপেড মিটার বসানো হবে, যাতে মোবাইল ফোনের মতো বিদ্যুৎ মিটার রিচার্জ করতে হবে। অর্থাৎ, ভবিষ্যতে খরচের বিদ্যুতের টাকা আগাম জমা দিয়ে রাখতে হবে।
পেঁপের বীজ ফেলে না দিয়ে খান! জানুন কী অসাধারণ গুণ আছে এই বীজে
অর্থ দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী
বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরের কাছে প্রায় এক হাজার কোটি টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, যা নিয়ন্ত্রণে আনতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সম্প্রতি, রাজ্যের অর্থ দপ্তর থেকে ২৮ অক্টোবর জারি করা এক নির্দেশিকায় বলা হয় যে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি সব সরকারি দপ্তরে স্মার্ট ইলেকট্রিক মিটার স্থাপন করবে। নতুন ব্যবস্থায়, প্রতিটি অফিস মাসে মাসে বিদ্যুৎ মিটারে রিচার্জ করে আগাম খরচ মেটাবে। একসঙ্গে কয়েক মাসের জন্যও রিচার্জ করার সুযোগ থাকলেও মাসিক রিচার্জ করাই নির্দেশনায় বলা হয়েছে।
কলকাতা মেডিক্যাল কলেজে ‘টাকা নিয়ে বেড বিক্রির’ অভিযোগ ভুয়ো, তদন্তে কিছুই পেল না কমিটি
এজন্য সরকারি কোষাগার থেকে আগাম টাকাও পাওয়া যাবে। তবে নির্দেশিকায় এও স্পষ্টভাবে বলা হয়েছে যে, রিচার্জের জন্য দেওয়া অর্থ দিয়ে কোনো অবস্থাতেই পুরোনো বিদ্যুৎ বিলের বকেয়া মেটানো যাবে না। এর ফলে, সরকারি দপ্তরগুলোতে বিদ্যুতের বিল বকেয়া থাকা ও বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।