গুজরাটের কালীমন্দিরে চুরি

ব্যুরো নিউজ ৮ নভেম্বর : গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের উপরে অবস্থিত বিখ্যাত কালীমন্দিরে ঘটেছে এক বিশাল চুরির ঘটনা। মন্দিরের গর্ভগৃহ থেকে ৭৮ লক্ষ টাকার সোনার হার চুরি হয়ে গিয়েছে। মন্দিরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ২৮ অক্টোবর চুরির ঘটনা ঘটলেও, তদন্তের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

১ লা বৈশাখে বদলাতে চলেছে কোন কোন রাশির ভাগ্য? 

চুরির জন্য ভেন্টিলেটর ব্যবহার

পুলিশ জানিয়েছে, ঘটনাটি উদঘাটনে মন্দির ও আশপাশের ১৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই দেখা যায়, এক ব্যক্তি বাইক নিয়ে মন্দিরের সামনে ঘোরাঘুরি করছেন। সন্দেহভাজন এই ব্যক্তিকে চিহ্নিত করার পর পুলিশ বিদুরভাই বাসব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত বিদুরভাই সুরাটের উমরপাড়ার বাসিন্দা। তার বাড়ি থেকেই উদ্ধার করা হয় ছটি সোনার হার, যার বাজার মূল্য ৭৮ লক্ষ টাকারও বেশি।পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি জানিয়েছেন, বিদুরভাই তার বাইক নিয়ে পাহাড় চড়ে মন্দিরে পৌঁছান। মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য তিনি ভেন্টিলেটর ব্যবহার করেন, যা সাধারণত বাতাস চলাচলের জন্য ব্যবহৃত হয়। এই চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং মন্দির কর্তৃপক্ষ ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা করছে।

আমাদের জীবনযাত্রাকে নিখুঁত এবং ‘স্মার্ট’ করে তুলবে মাইক্রোসফটের AI

মন্দিরে এই চুরির ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে উত্তেজনা এবং উদ্বেগ ছড়িয়েছে। কালীমন্দিরে এ ধরনের চুরি স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়, যা নিয়ে আরও সতর্কতা অবলম্বনের দাবি উঠছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর