সল্টলেকের রাস্তায় বেহাল অবস্থা

ব্যুরো নিউজ, ৮ নভেম্ববর :বাঁকুড়ার তালডাংরার পর এবার রাজ্যের বুকে কলকাতার সল্টলেকে রাস্তার বেহাল অবস্থার অভিযোগ উঠেছে। উপভোটের আগে গ্রামবাসীর মতই, সল্টলেকের করুণাময়ী থেকে সেক্টর ফাইভের বাসিন্দারাও রাস্তাঘাটের অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। করুণাময়ী এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, প্রতিদিনের কাজে বেরনো এখন যেন প্রাণের ঝুঁকি নিয়ে বেরোনোর মতো। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গর্ত আর ভাঙাচোরা রাস্তায় যাতায়াত কার্যত দুঃস্বপ্ন হয়ে উঠেছে।

বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই, ‘ভুল ভুলাইয়া ৩’ বনাম ‘সিংহাম এগেইন’

সরকারের নজরদারির বিশেষ প্রয়োজন

সল্টলেক কলকাতার একটি গুরুত্বপূর্ণ অফিসপাড়া। প্রতিদিন হাজার হাজার মানুষ অফিসে যাতায়াত করেন এই রাস্তা ধরে। তবে বর্ষাকাল থেকে শুরু করে গ্রীষ্মকাল, কোনও ঋতুতেই রাস্তাগুলির অবস্থার কোনও উন্নতি হয়নি। সাময়িকভাবে পুজোর আগে রাস্তার কালি দেওয়ার কাজ হলেও, তার পর সেই পথের অবস্থা আরও শোচনীয় হয়েছে। রাস্তায় যত্রতত্র গর্ত এবং উঠে যাওয়া পিচের কারণে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

শীতের পথে বাংলার আকাশে মেঘ-রোদের লুকোচুরি, আসছে উত্তরে হাওয়া

চালকদের জন্যও পরিস্থিতি একই রকম কষ্টকর। বাস চালকরা জানিয়েছেন, রাস্তায় প্রতিদিন গাড়ি চালাতে গেলে যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং গাড়ির নিয়ন্ত্রণে অসুবিধা হচ্ছে। বিশেষ করে রাতে গাড়ি চালানোর সময় আরও বিপদের আশঙ্কা থাকে। একজন বাস চালক বলেন, “এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে খুবই কষ্ট হয়, আর একটু বেশি গতিতে চালালে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।” বাইক চালকরাও জানান, ছোট গাড়ি হওয়ায় তারা বিপদে পড়ছেন বেশি। একজন বাইক চালক জানান, “আমাদের ছোট গাড়ি, প্রতিদিন এই রাস্তায় চলতে হলে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর