বিয়ের মরশুমে

ব্যুরো নিউজ, ৬ নভেম্ববর :আর কিছুদিন পরেই শুরু হচ্ছে বিয়ের মরশুম। এবার আরও বড় পরিসরে তা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১২ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৮ লক্ষ বিয়ের আসর বসবে। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) জানিয়েছে, এই সময়কালে প্রায় ৬ লক্ষ কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর এই সময়ে ৩৫ লক্ষ বিয়ে হয়েছিল। তার মাধ্যমে ৪.২৫ লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়েছিল। তবে এবার বিয়ের সংখ্যা ও ব্যবসা উভয়ই বেড়েছে।

বিয়ের মরশুমে সোনার বাজারে অফার! হালকা ওজনের গহনাতেই বাজিমাত

বিয়ের বাজারে দেশীয় পণ্য নিয়ে আগ্রহ বাড়ছে

ইকো পার্কে নতুন চমক, ‘সোলার ডোম’ উদ্বোধন মন্ত্রী ফিরাদ হাকিমের হাত ধরে

এবার ১৮টি বিয়ের শুভ দিন রয়েছে। যেখানে পূর্ববর্তী বছরে ছিল মাত্র ১১টি। এই এক মাসে দিল্লিতে প্রায় সাড়ে চার লাখ বিয়ের আসর বসতে পারে, যার মাধ্যমে ১.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হওয়ার আশা করা হচ্ছে। সিএআইটি-র বেদ ও আধ্যাত্মিক কমিটির আহ্বায়ক আচার্য দুর্গেশ তারে জানিয়েছেন, ১২, ১৩, ১৭, ১৮, ২২, ২৩, ২৫, ২৬, ২৮, ২৯ নভেম্বর এবং ৪, ৫, ৯, ১০, ১১, ১৪, ১৫, ১৬ ডিসেম্বর বিয়ের জন্য শুভ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সিএআইটি-র মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন যে, এখনকার বিয়ের বাজারে দেশীয় পণ্য নিয়ে আগ্রহ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভোকাল ফর লোকাল’ ও ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের সফলতা এই শিফটের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

নভেম্বরের ১৪-১৭ তারিখে একাধিক লোকাল ট্রেন বাতিলের তালিকা

বিয়ের খরচের মধ্যে পোশাক গয়নাতে প্রচুর টাকা খরচ হয়। প্রায় ১০ শতাংশ শাড়ি, লেহেঙ্গা ও পোশাকের জন্য, ১৫ শতাংশ গয়নায়, ২ শতাংশ ফোটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য, ৩ শতাংশ অর্কেস্ট্রা ও মিউজিকের জন্য এবং ৫ শতাংশ খরচ হয়  হোটেল বরাদ্দে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর