ব্যুরো নিউজ ৬ নভেম্বর : বর্ধমানের মঙ্গলকোটে এক গৃহবধূর ওপর দিনেদুপুরে নির্যাতনের চেষ্টা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত রফিকুল শেখ ওরফে কানাইকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, বুধবার তাকে আদালতে পেশ করা হবে।
শীতের প্রতীক্ষা বেড়েই চলেছে, হাওয়া অফিস বলছে এখনই নয়!
ঘটনার বিবরণ অনুযায়ী
মঙ্গলকোটের ক্ষীরগ্রামে বাসিন্দা চল্লিশ বছরের এক গৃহবধূ বাড়িতে একা ছিলেন, তখন এই নির্মম ঘটনা ঘটে। তার স্বামী লটারি বিক্রেতা এবং ছেলে বাইরে কাজ করেন, ফলে বাড়িতে সে সময় কেউ ছিল না। সেই সুযোগে রফিকুল বাড়িতে ঢুকে পিছন থেকে তার মুখ চেপে ধরে এবং তাকে আক্রমণ করে। গৃহবধূর প্রাণপণ প্রতিরোধের চেষ্টা সত্ত্বেও অভিযুক্ত তাকে বিবস্ত্র করে, এবং শারীরিক অত্যাচার চালায়। নির্যাতনের সময় শরীরের বিভিন্ন অংশে আঁচড়ে ও কামড়ে তাকে আঘাত করা হয়।নির্যাতিতা কোনোরকমে বাইরে এসে সাহায্যের জন্য চিৎকার করেন, যার ফলে প্রতিবেশীরা ছুটে আসেন। তার চিৎকার শুনে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যায় নির্যাতিতা কৈচর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন, এবং পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
হঠাৎ অসুস্থ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, বাতিল সব অনুষ্ঠান!
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রফিকুল মঙ্গলকোটের কুরুম্বা গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। সে নির্যাতিতার পাড়াতে নির্মীয়মাণ এক বাড়িতে কাজ করছিল। কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।”