চন্দননগরের জগদ্ধাত্রী

ব্যুরো নিউজ ৬ নভেম্বর : দুর্গাপুজো এবং কালীপুজোর পর এবার বাঙালির উৎসব তালিকায় জগদ্ধাত্রী পুজো। এই উপলক্ষে চন্দননগরে চলছে ব্যাপক প্রস্তুতি। আলোকসজ্জা, থিম, এবং বিসর্জনের জমকালো শোভাযাত্রার জন্য সেজে উঠেছে শহর। চন্দননগরের কেন্দ্রীয় কমিটি এই প্রথমবার শোভাযাত্রার সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সারা বিশ্বের মানুষ এই জমকালো আয়োজন উপভোগ করতে পারবেন।

উৎসবের মরসুমে দ্বিগুণ বিক্রি: ভারতের টু-হুইলার বাজারে বড় সাফল্য

চন্দননগরে  ১৭৭টি পুজো অনুষ্ঠিত হবে

চন্দননগর কেন্দ্রীয় কমিটির ফেসবুক পেজে (https://www.facebook.com/ChandannagarCentral1956) এই লাইভ সম্প্রচার দেখা যাবে, যা ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।জগদ্ধাত্রী পুজোর নাম এলেই চন্দননগরের নাম স্বাভাবিকভাবে উঠে আসে। তবে ইতিহাস অনুযায়ী, এই পুজোর সূচনা হয়েছিল কৃষ্ণনগরে, রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে। জলঙ্গী নদীর তীরবর্তী এই শহরে মহানবমীর দিনে পুজো অনুষ্ঠিত হতো। পরে চন্দননগরে শুরু হওয়া জগদ্ধাত্রী পুজো চার দিন ধরে আয়োজিত হয়, যা বিশেষ আড়ম্বরপূর্ণ।এই বছর চন্দননগরের কেন্দ্রীয় কমিটির অধীনে ১৭৭টি পুজো অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩৩টি চন্দননগর ও ৪৪টি ভদ্রেশ্বর অঞ্চলের। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হবে সপ্তমীর পুজো, অষ্টমী শনিবার ৯ তারিখ, এবং মহানবমী রবিবার ১০ নভেম্বর। মহানবমীর দিনেই মূল শোভাযাত্রার প্রস্তুতি সম্পূর্ণ হবে।

রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে বদল কেন্দ্রীয় সরকারের

এবার শোভাযাত্রায় অংশ নেবে ৬৯টি পুজো কমিটি, যার জন্য প্রায় ২৪৫টি লরি প্রস্তুত করা হয়েছে। শোভাযাত্রা শুরু হবে ১১ নভেম্বরের সন্ধ্যায় এবং তা চলবে ১২ নভেম্বরের ভোরবেলা পর্যন্ত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর