ব্যুরো নিউজ, ৫ নভেম্ববর :রাজস্থানের সাওয়াই মাধোপুরের রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে একের পর এক বাঘ নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই বন দফতরে আতঙ্কের সঞ্চার হয়েছে। ৭৫টি বাঘ ও বাঘিনির মধ্যে গত এক বছরে প্রায় ২৫টি বাঘের নিখোঁজ হওয়ার রিপোর্ট সামনে আসায় উদ্বেগ বেড়েছে। এই রহস্যজনক ঘটনার প্রকৃত কারণ জানতে বন দফতর তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে।
বিজেপি সদস্য না হলে সরকারি প্রকল্পের সুবিধা মেলা যাবে না? সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্ক
উধাও হয়ে যাচ্ছে কী ভাবে বাঘ?
তথ্যসূত্র অনুযায়ী, রণথম্ভোরের এই বাঘেদের মধ্যে ১১টির অবস্থান সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য নেই। আরও ১৪টি বাঘের গতিবিধিও নজরদারিতে ধরা পড়েনি। ১৪ অক্টোবর প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য উঠে আসার পরেই রাজ্যের মুখ্য বনসংরক্ষক পবনকুমার উপাধ্যায় তদন্তের নির্দেশ দেন। কমিটির মূল লক্ষ্য হল বাঘেদের নিখোঁজ হওয়ার কারণ উদ্ঘাটন করা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনও গাফিলতি হয়েছে কি না তা খতিয়ে দেখা।
পারিবারিক পেনশন তোলার ক্ষেত্রে জারি হল নয়া নিয়ম! কী কী পদক্ষেপ নিতে হবে?
তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন মুখ্য বনসংরক্ষক, বন সংরক্ষক এবং ডেপুটি বনসংরক্ষক। আগামী দু’মাসের মধ্যে কমিটিকে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিটির কাজের মধ্যে রয়েছে বাঘগুলির উপর নজরদারিতে কোনও ঘাটতি ছিল কি না এই সব নিয়েই তদন্ত চালাচ্ছে কমিটি।