ব্যুরো নিউজ,৫ নভেম্বর:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, যদি সিবিআই (CBI) তদন্ত না করতো এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হতেন, তবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মতো ব্যক্তিরা আইনের কাছে কখনোই শাস্তি পেতেন না। সোমবার, আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের দিন এই মন্তব্য করেন শুভেন্দু। তিনি দাবি করেছেন যে, ‘সিবিআই ছিল বলেই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলরা জেলে গেছেন।’
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির চেয়ারম্যানের একতরফা সিদ্ধান্তঃ বিরোধীদের ক্ষোভ
স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রশংসা
এদিন সংবাদ সম্মেলনে শুভেন্দু বলেন, ‘আমি বিরোধী দলনেতা এবং বিধায়ক হিসেবে প্রথম আদালতে গিয়ে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলাম। আজ, সিবিআই এবং নরেন্দ্র মোদীর কারণে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সিবিআই যদি তদন্ত না করতো, তাহলে কলকাতা পুলিশ তদন্ত চালিয়ে শুধুমাত্র সঞ্জয় রায়ের নামে একটা রিপোর্ট দিয়েই শেষ করতো।’
ভাষাগত বিভাজন ও জাতিভিত্তিক জনগণনার বিরোধিতায় মন্তব্য শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যতগুলো মামলা করেছে, কোনওটার তদন্ত শেষ করতে পারেনি। কোনো একজনকে সাজাও দেওয়া হয়নি। কিন্তু সিবিআই স্বাধীনভাবে কাজ করছে।সেটা সম্ভব হয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে।’ তিনি উদাহরণ হিসেবে নন্দীগ্রাম আন্দোলনের সময় কেন্দ্রীয় কংগ্রেস সরকারের ভূমিকা তুলে ধরেন, যেখানে সিবিআই তদন্তের ফলে কোনও গ্রেফতারি হয়নি, কারণ সে সময় UPA সরকার ছিল এবং বামেদের ৬২ জন সাংসদ ছিলেন।এদিকে, শুভেন্দু অধিকারী সিবিআইয়ের স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রশংসা করেন এবং বলেন, ‘সিবিআইই একমাত্র সংস্থা যারা রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে।’