ডেঙ্গিতে

ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :বর্ষার বিদায়ের পর আকাশ পরিষ্কার হলেও ডেঙ্গির প্রকোপ থেকে রেহাই পাচ্ছে না মানুষ। এবার ডেঙ্গিতে মৃত্যু হল বিধাননগরের এক বৃদ্ধার। জানা গেছে, মৃতার নাম শিবানী দাস (৬৯)। তিনি শরৎপল্লী, গোপালপুর নারায়ণপুর এলাকার বাসিন্দা। গত ৩১ অক্টোবর জ্বর নিয়ে তাকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ কয়েকদিন ধরে চিকিৎসা চললেও আজ সকাল ১০টা ১২ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে সরাসরি ডেঙ্গির উল্লেখ রয়েছে মেডিক্যাল রিপোর্টে।

ভাইফোঁটার দিন বালুরঘাটে পর পর দুই রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

পুরসভা উদ্যোগ নিয়ে ছাড়ে গাপ্পি মাছ

এ ঘটনা শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও ডেঙ্গি ও ম্যালেরিয়া আতঙ্ক ছড়িয়েছে। কোচবিহার, দিনহাটা, এবং শিলিগুড়িতেও ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। যদিও সেখানকার আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে ডেঙ্গি নিয়ে জনমানসে প্রবল আতঙ্ক বিরাজ করছে। উৎসবের মরশুমে এমন মৃত্যুর খবর বিধাননগরের পাশাপাশি আশপাশের এলাকাকেও আতঙ্কিত করেছে।

উৎসবের পর শুরু বিয়ের মরশুম, সোনা-রুপোর দামে মিলল কিছুটা স্বস্তি

প্রসঙ্গত, বর্ষাকালে দমদম অঞ্চলে ডেঙ্গি ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় বিভিন্ন পুরসভা ডেঙ্গি নিয়ন্ত্রণে গাপ্পি মাছ ছাড়ার মতো উদ্যোগ নেয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় মশা মারার কার্যক্রম চালানো হয়। তবে উৎসবের মাঝে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা স্বাভাবিক জীবনযাত্রায় দুশ্চিন্তা ছড়াচ্ছে। প্রশাসন ও পৌরসভা নতুন করে সতর্কতা অবলম্বন করছে। সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর