ব্যুরো নিউজ,২ নভেম্ববর :রেশন সামগ্রী পাচারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে খাদ্য ও সরবরাহ দফতর। বেআইনিভাবে খোলা বাজারে সরকারি ভর্তুকির চাল-গম বিক্রির প্রবণতা বন্ধ করতে এবার বরাদ্দ সামগ্রীর হিসেব না মেললেই ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ এসেছে। নির্দেশিকায় বলা হয়েছে, রেশন দোকানে অতিরিক্ত চাল বা গম থাকলে তার তিনগুণ জরিমানা দিতে হবে। অনিয়ম ধরা পড়লে জরিমানার পাশাপাশি ডিলারের লাইসেন্সও বাতিল হতে পারে।
জ্বালানির দাম বৃদ্ধিতে মাথায় হাত উড়ান সংস্থার
ডিলারদের জন্য নয়া নির্দেশিকা
কালীপুজোর রাতে শহরজুড়ে নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব, ২৯২ জন গ্রেপ্তার
নতুন নিয়ম অনুযায়ী, ডিলারের কাছে কতটা পরিমাণ চাল, গম, আটা মজুদ রয়েছে তা ই-পস (e-PoS) মেশিনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ই-পস মেশিনে বরাদ্দ ও বিতরণের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে। যা পরীক্ষা করে জানা যাবে মজুদের যথার্থতা। খাদ্য দফতরের ইন্সপেক্টররা গোপনে স্টক যাচাই করবেন যাতে রেশন সামগ্রীর কোনো অপব্যবহার না হয়।
এছাড়া রেশন গ্রাহকদের স্লিপে এবার থেকে সরকারের খরচের বিবরণও উল্লেখ থাকবে। নতুন নির্দেশিকায় ১ নভেম্বর থেকে চালু হওয়া স্লিপে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে কেন্দ্রের খরচের উল্লেখ থাকতে হবে। যদিও প্রথমে রাজ্য সরকার এই নিয়মে আপত্তি জানিয়েছিল। কারণ রাজ্যের পক্ষ থেকেও কিছু খরচ হয়। তবে সমস্ত প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করে স্লিপে খরচের বিস্তারিত তথ্য যোগ করা হয়েছে।



















