ভাইফোঁটায় গিফট

ব্যুরো নিউজ ২ নভেম্বর : ভাই-বোনের সম্পর্ক যেন শরৎকালের আকাশে মেঘ আর রোদ্দুরের লুকোচুরি্র মতো। কখনো ঝগড়া, কখনো হাসি-ঠাট্টা, সারাদিনই চলতে থাকে খুনসুটি। আর যখন একে অপরের থেকে দূরে থাকলেই মনে হয় কিছু যেন হারিয়ে গেছে। তবে ভাইফোঁটার বিশেষ দিনে  কোনো ঝগড়াঝাটি নয়, বরং কীভাবে একে অপরকে ভাইফোঁটার উপহার দিয়ে অবাক করবেন তার পালা।

রবীন্দ্রনাথের অসম্মানঃ কপিল শর্মার শো নিয়ে শ্রীজাতের প্রতিবাদ

রইল কিছু বাজেট ফ্রেন্ডলি গিফটসের নাম

১। পার্সোনালাইজড হট কাপ একটি দারুণ উপহার। এই পাঁচশো টাকার মধ্যেই আপনি একটি কফির কাপ পেয়ে যাবেন, যার ওপর আপনার নিজের ছবি বা একটি মিষ্টি মেসেজ ছাপিয়ে দিতে পারেন। এটি প্রতিদিনের ব্যবহারেও কাজে আসবে।

২। সুন্দর পার্স বা ব্যাগ একটি চমৎকার উপহার। পাঁচশো টাকার মধ্যে আপনি একটি সুন্দর ক্লাচ বা ছোট্ট পয়সা রাখার পাউচ পেয়ে যাবেন। যদি আপনার বোন বা দিদি স্টাইলিশ হয়ে থাকতে পছন্দ করেন, তাহলে এটি তাদের জন্য আদর্শ হবে।

৩। পারফিউম সস্তায় একটি সুন্দর উপহার। বাজারে অনেক ভালো ব্র্যান্ডের পারফিউম আছে, যা আপনি পাঁচশো টাকার মধ্যে কিনতে পারবেন। চাইলে একটি ছোট্ট আতরের শিশিও দিতে পারেন, যা দেখতেও ভালো লাগবে।

৪। গয়না সবসময় একটি ভালো উপহার। কানের দুল বা গলার হার খুব সহজেই পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায়। অথবা একটি সুন্দর গয়নার বাক্সও দিতে পারেন, যাতে আপনার বোন তার গয়না সযত্নে রাখতে পারে।

স্বাস্থ্যকেন্দ্রে মৃত স্বামীর বেড পরিষ্কারে বাধ্য করা অন্তঃস্বত্ত্বা স্ত্রী!ভিডিয়ো প্রকাশ্যে এলে শুরু তোলপাড়

৫।যদি আপনার বোন মেকআপ করতে ভালোবাসে, তবে তাকে প্রসাধনী সামগ্রী উপহার দিতে পারেন। লিপস্টিক, কাজল, কিংবা ফাউন্ডেশন—আপনার হাতে নানা অপশন রয়েছে।

৬। হেডফোন বা ইয়ারপডও একটি ভালো উপহার হতে পারে। অনলাইনে পাঁচশো টাকার মধ্যে আপনি সাশ্রয়ী দামে কিছু ভালো অপশন পেয়ে যাবেন।

ভাইফোঁটার দিনে এই বাজেট ফ্রেন্ডলি উপহারগুলি আপনার বোন বা দিদির মুখে হাসি ফোটাতে সাহায্য করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর