ব্যুরো নিউজ,২ নভেম্বর:সাম্প্রতিক নারকেলডাঙার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নানা ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে। কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু এখন কলকাতা পুলিশ জানাচ্ছে, এই সবই ভিত্তিহীন। পুলিশের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে, নারকেলডাঙার ঘটনায় কোনো হামলার ঘটনা ঘটেনি।
কালীপুজোর রাতে শহরজুড়ে নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব, ২৯২ জন গ্রেপ্তার
ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান
পুলিশের দাবি অনুযায়ী, এই অশান্তির মূল কারণ ছিল বাইকের পার্কিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। শনিবার রাতে পুলিশের অফিশিয়াল একাউন্টে এক পোস্টে বলা হয়, ‘সোশ্যাল মিডিয়ায় নারকেলডাঙার ঘটনা নিয়ে ভুয়ো বর্ণনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কালীপুজোর বিসর্জন মিছিলে কোনো হামলা হয়নি। দুটি ব্যক্তির মধ্যে বাইক পার্কিং নিয়ে ঝগড়া হয় এবং তা ধীরে ধীরে বাড়তে থাকে।’ এছাড়া, নারকেলডাঙায় কালীপুজোর বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনও রকম বাধা ছাড়াই মিছিল চলেছে, এমন তথ্যও দিয়েছে পুলিশ।অপরদিকে বৃহস্পতিবারের ঘটনা উল্লেখ করে পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার পর কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগও ওঠে। এ বছর বাজি ফাটানোর জন্য পুলিশ সময় বেঁধে দিয়েছিল, কিন্তু তা মানা হয়নি।
ইরান-ইজরায়েল সংঘাতঃ নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে
বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ নিষিদ্ধ বাজি ফাটানো ও অশোভন আচরণের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে। ২১ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ৩৫ জন বাজির ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ৩,৯৩৪ কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়।এই পরিস্থিতিতে পুলিশ জনগণকে ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তারা নিশ্চিত করেছে, নারকেলডাঙার ঘটনার সত্যতা ভিন্ন।সুতরাং শান্তি বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।