ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :ধনতেরাস এবং দীপাবলি উৎসবের পরে ঘরজুড়ে এখন ভাইফোঁটার আমেজ। বিশেষ এই দিনে ভাই-বোনের সম্পর্কের বন্ধনকে মজবুত করার জন্য অনেকেই বোনকে সোনার গহনা উপহার দেওয়ার পরিকল্পনা করেন। যদি বাজেট একটু কম থাকে, তবে রুপোর গহনাও ভালো বিকল্প হতে পারে। তবে তার আগে আজকের সোনা-রুপোর বাজারদর জেনে নেওয়া জরুরি নয়তো দোকানে গিয়ে ঠকতে হতে পারে!
ট্রেনের টিকিট বাতিল হলে কত টাকা ফেরত পাবেন জানেন কি ?
আজকের সোনা-রূপোর দাম জেনে নিনি
ট্রেনে আতশবাজি, ভয়াবহ বিস্ফোরণ আহত ৪ যাত্রী
আজকের সোনার দাম:
১ নভেম্বর, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৭৪৫৬ টাকা। সুতরাং, ১০ গ্রাম সোনার জন্য খরচ পড়বে ৭৪,৫৬০ টাকা এবং ১০০ গ্রাম সোনার জন্য ৭,৪৫,৬০০ টাকা। প্রতিদিনের মতো আজও সোনার দাম ১০০ টাকা বেড়েছে।
২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে, আজকের বাজারে ১ গ্রামের দাম ৮৩১৪ টাকা। ১০ গ্রাম সোনার জন্য ৮১,৩৪০ টাকা, আর ১০০ গ্রাম সোনার জন্য খরচ পড়বে ৮,১৩,৪০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার দাম বেড়েছে।
১৮ ক্যারেট সোনার দাম আজ ১ গ্রামে ৬১০১ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৬১,০১০ টাকা, আর ১০০ গ্রামের জন্য ৬,১০,০০০ টাকা। এ ক্ষেত্রেও ১০০ টাকা দাম বেড়েছে একদিনে।
কালীপুজোর উদ্বোধন শেষে ফেরার পথে হামলার শিকার হলেন তৃণমূল বিধায়ক
রুপোর দাম:
সোনার বাজারদর বেড়ে গেলেও রুপোর দামে কিছুটা কমতি দেখা যাচ্ছে। আজকের বাজারে ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৯৯০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৯৯,৯০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।