ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর :মাত্র কয়েক মাস আগেই ভারতের পেশার জশপ্রীত বুমরা ছিলেন টেস্ট বোলার তালিকায় এক নম্বরে। কিন্তু নিউজিল্যান্ড বনাম ভারত ২ টেস্টে তেমন উইকেট না পাওয়ায় টেস্ট বোলারদের ক্রম তালিকা থেকে নেমে গেলেন দুধাপ। ছিলেন এক নম্বরে নেমে এলেন তিন নম্বরে। আর তার জায়গায় প্রথম পর্যায়ে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার পেশার কাগিসো রাবাডা। রাবাডা ছিলেন দুই নম্বরে আবার ভারতের পিনার রবিচন্দন অশ্বিন পিছিয়ে পড়েছেন। তিনি নেমে এসেছেন চার নম্বরে। এর আগে ছিলেন দ্বিতীয় ধাপে অর্থাৎ দু নম্বরে।
মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, গোডাউনে বন্দি শ্রমিকদের মর্মান্তিক পরিণতি
দ্বিতীয় পঞ্চম ধাপে হ্যাজেলউড ও কামিংস
নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলেও ছেলেদের টেক্কা দিল মহিলা ক্রিকেট টিম
এবার নতুন তালিকায় দু’নম্বর ক্রমতালিকায় আছেন অস্ট্রেলিয়ান স্পেশাল জস হ্যাজেলউড। আর পঞ্চম ধাপে উঠে এলেন প্যাড কামিংস। এখন দেখার মুম্বাইয়ের নিউজিল্যান্ডের সঙ্গে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে কতগুলি উইকেট পান বুমরা ও অশ্বিন। যদি উল্লেখযোগ্য সংখ্যক উইকেট পেয়ে করে দিতে পারেন কিউইদের তাহলে আবার পুরনো জায়গায় ফিরতে পারেন বুমরা ও অশ্বিন। অথবা তাদের থেকে যেতে হবে তালিকায় নিচের দিকে।