ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর :মধ্যমগ্রামের কাছে বাদুর কাঞ্চনতলা এলাকায় এক পেট্রল রিফাইনিং গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার প্রথম দিনেই একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে আরও দু’জনের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ আরও কয়েকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
কালীপুজোর আগেই পুলিশের তৎপরতায় বিপুল শব্দবাজি উদ্ধার
অগ্নিকাণ্ডে মৃত ৩, আহত প্রায় ১০
দীপাবলির আগের রাতেই আতঙ্কে,কাঁচা চামড়ার গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ড
ওই গোডাউনে প্রতিদিন ১৫ জনের মতো শ্রমিক কাজ করতেন। এই বিস্ফোরণের সময় ৪-৫ জন শ্রমিক গোডাউনের ভেতরে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর প্রথমেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা ভিতরেই বন্দি হয়ে পড়েন। দমকল বাহিনী এসে আগুন নেভালেও একজনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকিদের মধ্যে দু’জনের শরীর ৮০ শতাংশ পুড়ে যায়। পরে তাদের বারাসত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বৃহস্পতিবার সকালে তাঁদেরও মৃত্যু হয়। আরও একজন গুরুতর অবস্থায় রয়েছেন হাসপাতালে। তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। যারা আহত শ্রমিকদের উদ্ধার করতে যান তারাও দগ্ধ হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দমকল কর্তৃপক্ষ আগুনের উৎস খতিয়ে দেখছে।তদন্তে নেমেছে পুলিশ।