অযোধ্যা

ব্যুরো নিউজ ২৯ অক্টোবর :  এই বছরের শুরুতেই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল রাম জন্মভূমি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা। আর সেই পর থেকেই এবারের দীপাবলিতে অযোধ্যাবাসীর উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে গিয়েছে। দীপোৎসবে সেজে উঠছে পুরো অযোধ্যা, যেখানে প্রle ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। আর এই অসাধারণ আয়োজনে রামলালার জন্য বিশেষ পোশাক তৈরির দায়িত্ব পেয়েছেন বলিউডের খ্যাতনামা ডিজাইনার মনীশ মালহোত্রা।

ইডেনে ম্যাচের টিকিটে কালোবাজারি! পুলিশের সক্রিয়তায় গ্রেফতার ৭

রামলালার সাজ

মনীশ, যিনি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের তারকাদের পোশাক ডিজাইন করছেন, এবারে ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক ভাবনা সংমিশ্রণে সাজাবেন রামলালাকে। মনীশের ডিজাইন করা পোশাকে তার সিগনেচার স্টাইলের ছাপের পাশাপাশি অযোধ্যার ঐতিহ্যও ফুটে উঠবে। শ্রীদেবী থেকে করিশ্মা, কিয়ারা, প্রীতি – বলিউডের বিভিন্ন নায়ক-নায়িকা তার ডিজাইনেই সেজেছেন। তবে এবারের এই ঐতিহাসিক দায়িত্ব তাঁকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ধনতেরাসে দিনে সোনার দামে বিশেষ ছাড়! ক্রেতাদের মুখে হাসি
অযোধ্যার দীপোৎসব উৎসবটি ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। পুরো শহর জুড়ে পরিবেশবান্ধব বাজি ফাটানো হবে এবং রংবদলানো এলইডি লাইট, মাল্টিমিডিয়া প্রজেকশন ও ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে রঙিন আলোয় সাজানো হবে। ‘ভক্ত পথ’ ও ‘নয়া ঘাট’-এর মতো গুরুত্বপূর্ণ স্থানে ফুল ও আলো দিয়ে সাজানো হবে। দীপোৎসবের একশো জনেরও বেশি শিল্পী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যা দীপাবলিকে করবে আরও প্রাণবন্ত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর