সোনার

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর :আজ ধনতেরাস, শুভ তিথি। এদিন সোনা কেনা শুভ মনে করা হয় এবং এই কেনাকাটা ভাগ্য উজ্জ্বল করার প্রতীক হিসেবেই বিবেচিত। এই পবিত্র দিনে সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। পরপর দু’দিন সোনার দাম কমায় অনেকেই আজ সোনা কেনার পরিকল্পনা করেছেন।

সন্দীপ ঘোষের জামিনের শুনানিঃ হাই কোর্টে আগামী ৪ নভেম্বর পরবর্তী দিন ধার্য

আজ সোনার দামে কতটা ছাড়

সোমবার থেকে সোনার দাম কমতে শুরু করে। সোমবার সোনার প্রতি ১০ গ্রামে ১০০ টাকা কমে, মঙ্গলবার ফের দাম কমে ১০ গ্রামে আরও ৪৯০ টাকা। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৭৯৯৬.৩ পয়সা, আর ২২ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম ৭৩৩১.৩ পয়সা। দিল্লির বাজারে সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৮০,৪৬৩ টাকা, যা মঙ্গলবার কমে দাঁড়িয়েছে ৭৯,৯৬৩ টাকা।

শ্যামবাজারে আর জি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তি উধাও

কলকাতার বাজারেও সোনার দাম ধনতেরাসের আগের দিনের তুলনায় কমেছে। সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৮০,৩১৫ টাকা, আর মঙ্গলবার সেই দাম নেমে এসেছে ৭৯,৮১৫ টাকায়। রুপোর দামেও সামান্য পরিবর্তন এসেছে। মঙ্গলবার দিল্লিতে প্রতি কেজি রুপোর দাম হয়েছে ১০১০০০ টাকা, কলকাতায় ১০০ টাকা কমে হয়েছে ১০১৮০০ টাকা।

ধনতেরাসে এমন দামে সোনা কেনার সুযোগ ক্রেতাদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। উৎসবের এই শুভ সময়ে অনেকেই সোনার গয়না কিনে এই বিশেষ দিন উদযাপন করছেন, যাতে ভাগ্য সুপ্রসন্ন হয় এবং বছরের পর বছর এই সোনা তাঁদের সৌভাগ্য বহন করে নিয়ে আসে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর