মেট্রো টানেলে দুর্ঘটনা

ব্যুরো নিউজ ২৯ অক্টোবর :পাটনার মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো তিন শ্রমিকের। সোমবার রাতে পিরবাহর থানা এলাকার পাটনা বিশ্ববিদ্যালয়ের কাছে টানেল তৈরির কাজ চলছিল। টানেল নির্মাণে ব্যবহৃত একটি ভারী লোকো পিকআপ মেশিনের ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি কর্মরত শ্রমিকদের উপরে উঠে যায়।

শ্যামবাজারে আর জি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তি উধাও

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে

এই দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের অবস্থা সংকটজনক।মৃত তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন টিভিএম অপারেটর, লোকো মেশিন অপারেটর, এবং একজন হেল্পার। প্রশাসনের পক্ষ থেকে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, কারও গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

দীপাবলির আগে কি পড়বে ঠান্ডা?ঠিক কতটা ঠান্ডা পড়বে জানালেন আইএমডি 

দুর্ঘটনাস্থলে কর্মরত শ্রমিকদের অভিযোগ, কাজের জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভারী মেশিনগুলো যথাযথ দেখভাল ছাড়াই চালানো হচ্ছিল বলে দাবি তাদের। এই ঘটনা নিয়ে শ্রমিকদের নিরাপত্তা এবং প্রশাসনের গাফিলতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

https://youtu.be/AWhiAaImB3U?si=ZH3CGSoKdePZWQRd

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর