ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর : সোমবার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত সাতটি বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে মিথ্যা বলে প্রমাণিত হয়। বিমানবন্দর সূত্রে খবর এই ভুয়ো হুমকির খবর প্রথম নজরে আসে দুপুর তিনটে নাগাদ। একটি সমাজমাধ্যম প্রোফাইল থেকে দাবি করা হয়, বিমানবন্দরে আসা ও যাওয়া ইন্ডিগো ও ভিস্তারা সংস্থার সাতটি বিমানে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মীদের সতর্ক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যাত্রীদের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় তা নিশ্চিত করা হয়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে বিরাট পরিবর্তন, জেনে নিন বিস্তারিত
কেন্দ্রের কঠোর পদক্ষেপ
সুকান্তদের ধর্নায় বসার অনুমতি দিল হাই কোর্ট
এই ঘটনার পর তৎপর হয় বিমানবন্দরের বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি। জরুরি বৈঠকের মাধ্যমে হুমকিকে ‘অনির্দিষ্ট’ হিসেবে তালিকাভুক্ত করা হয়। তবে কোনোরকম ঝুঁকি এড়াতে নিয়ম অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হয়।
কেরলের মন্দিরে উৎসব চলাকালিন আতশবাজি বিস্ফোরণ, ১৫০ আহত
ভুয়ো বোমাতঙ্কের ঘটনা সাম্প্রতিক সময়ে ভারতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ১৫ দিনে অন্তত ৪০০টি বিমানে এমন মিথ্যা আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটেছে। যার জেরে একাধিক উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে এবং বেশ কয়েকটি বিমানের যাত্রাপথও বদল করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র কঠোর পদক্ষেপের কথা ভাবছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো ব্যক্তিদের বিমানে ওঠার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং শাস্তি-জরিমানার নিয়ম চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। শীঘ্রই এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হবে।