কেরলের

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর :কেরলের কাসারগোড জেলার নীলেশ্বরমের কাছে ভিরারকাভু মন্দিরে উৎসব চলাকালে আতশবাজির একটি গুদামে বিস্ফোরণের ঘটনায় দেড়শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার মধ্যরাতের দিকে মুলামকুঝি চামুন্ডি থিয়াম উৎসবে আতশবাজির প্রদর্শন চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণটি প্রথমে আতশবাজি মজুত থাকা একটি ভবনের ভেতরে ঘটে। আতশবাজির রোশনাই দেখতে উৎসবস্থলে উপস্থিত ছিলেন বহু মানুষ, যার মধ্যে বহু শিশু ও মহিলা ছিলেন।

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে

বিস্ফোরণের শব্দে আতঙ্কিত

প্রত্যক্ষদর্শীদের মতে একাধিক আতশবাজিতে একসঙ্গে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত উপস্থিত মানুষজন দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ছোটাছুটি শুরু করেন। এতে অনেকেই গুরুতর আহত হন এবং শ্বাসকষ্টে ভোগেন। প্রাথমিকভাবে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে।

বিগ বস-হাউসে এসে অজয় দেবগনের চোখের আঘাতের কাহিনী শোনালেন

ঘটনার পরেই স্থানীয় প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। আহতদের তৎক্ষণাৎ কাসারগোড, কান্নুর ও ম্যাঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানহানগড় জেলা হাসপাতালে ৩৩ জন, আইশাল হাসপাতালে ১৯ জন এবং আরিমালা হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি, সঞ্জীবনী হাসপাতালে ৪০ জন, নীলেশ্বর তালুক হাসপাতালে ১১ জন এবং কান্নুরের অ্যাস্টার এমআইএমএস হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় থাকা আরও কিছু আহতকে ম্যাঙ্গালুরুর বড় হাসপাতালে এবং কান্নুরের পারিরামের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

কেরলে ইউটিউবার দম্পতির রহস্যমৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা

স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। জেলা কালেক্টর, পুলিশ প্রধানসহ শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। ইতিমধ্যেই দুর্ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে আতশবাজির ফুলকির মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্কিত মানুষের দৃশ্য ফুটে উঠেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর