ব্যুরো নিউজ ২৪ অক্টোবর : গত কয়েক মাস ধরে সলমনের কাছে একাধিক হুমকি এসেছে, যার মধ্যে একটি হুমকিবার্তা গত ১৮ অক্টোবর মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াট্সঅ্যাপ নম্বরে আসে। সেখানে বলা হয়, সলমনকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে, নইলে তার সঙ্গে ঘটে যাওয়া প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির মতোই করুণ পরিণতি হবে।বলিউডের সুপারস্টার সলমন খানকে লরেন্স বিশ্নোইয়ের নাম করে খুনের হুমকি এবং ৫ কোটি টাকা দাবি করায় ঘটনায় ধৃত হলেন ঝাড়খণ্ডের এক যুবক।
সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের নার্কো পরীক্ষার অসম্মতিঃ আইনি লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ
সলমনের বিরুদ্ধে মামলা
বাবা সিদ্দিকির মৃত্যুর পর সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হয়। তদন্তে নেমে পুলিশ জামশেদপুর থেকে ওই যুবককে গ্রেফতার করেছে, যিনি বিশ্নোইয়ের নাম করে সলমনকে হুমকি দিয়েছিলেন। সলমনের সঙ্গে বিশ্নোই সম্প্রদায়ের ঘনিষ্ঠতার কারণে এই চাপ বৃদ্ধি পায়, কারণ অভিযোগ রয়েছে যে সলমন ও তার পরিবার অতীতে এই সম্প্রদায়ের আবেগে আঘাত করেছেন। ১৯৯৮ সালে জোধপুরে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগে সলমনের বিরুদ্ধে মামলা ওঠে। ২০১৮ সালে রাজস্থান হাই কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেন, যদিও পরবর্তীতে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান।
লক্ষ্মীর সাথে অলক্ষী বিদায় কি খুবই গুরুত্বপূর্ণ? কি বলছে বৈদিক শাস্ত্রে
২০১৫ সাল থেকে জেলে থাকা লরেন্স বিশ্নোইও সলমনের প্রতি খুনের হুমকি দিয়েছিলেন। অভিযোগ, বাবা সিদ্দিকির হত্যার পর গত কয়েক সপ্তাহ ধরে লরেন্সের গোষ্ঠীর সদস্যরা সলমনকে প্রাণে মারার চেষ্টা চালাচ্ছে। পুলিশের হাতে ১১ জন অভিযুক্ত গ্রেফতার হলেও, মূল শুটার এখনও পলাতক রয়েছে। তাকে এবং আরও দুই অভিযুক্তকে ধরার জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।