লক্ষ্মী

ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর :কার্তিক মাসে অমাবস্যা তিথিতে পুজো করা হয় মা কালী কে। এই দিনটিকে আমরা দীপান্বিতা অমাবস্যা হিসেবে চিনি। দুর্গাপুজোর পরেই পূর্ণিমা তিথিতে যে লক্ষী পুজো করা হয় তাকে কোজাগরী লক্ষ্মী পুজো বলে। জানেন কি আমাবস্যা তিথিতে অর্থাৎ দীপাবলির দিনকেই কেন মা লক্ষ্মীর পূজা করা হয়?

দীপাবলিতে লক্ষ্মীর আশীর্বাদ পেতে ঘর থেকে এই জিনিসগুলো সরান

দীপাবলিতে মা লক্ষ্মীর পুজোর গুরুত্ব

দীপাবলি মানেই আলোর উৎসব। চারিদিক সেজে ওঠে প্রদীপ মোমবাতি ও টুনি লাইটের আলোয়। যা বেশ রঙিন করে তোলে দিনটি। আর এই দিনে সাধারণত মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। এই পুজো আচার অনুষ্ঠান মেনে করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। মা লক্ষ্মী আপনার ঘরে বাস করবেন।

ধনতেরসে কি কিনলে আপনি স্বয়ং মা লক্ষ্মীর ও কুবেরের আশীর্বাদ পাবেন জানুন শাস্ত্রেমতে

এ বছর দীপাবলি উৎসব পড়েছে ৩১ অক্টোবর। তবে ১ নভেম্বরেও এই বিশেষ তিথি রয়েছে। দীপাবলির রাতেই মা লক্ষ্মীর পুজো করার প্রথা রয়েছে। সূর্যাস্তের পরেই দেবী লক্ষ্মীকে পুজা করা হয়। এই বছর ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৭ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিটের মধ্যে লক্ষ্মী পুজোর শুভ সময় রয়েছে। এছাড়া রাত ১১টা ৩৯ মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্তও পুজো করা যেতে পারে।

বুধ শুক্রের মিলনে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়নযোগ এই তিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যেখানেই হাত ছোঁয়াবেন সেটাই সোনা হয়ে যাবে

মা লক্ষ্মী দেবীর একটি দিদি আছেন তার নাম অলক্ষ্মী। তাদের জন্মের বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে মর্তে। অনেকে বিশ্বাস করেন যে দেবী লক্ষ্মী সমুদ্রমন্থনের সময় অমৃত পাত্রের সঙ্গে সমুদ্র থেকে আবির্ভূত হন। আর অলক্ষ্মী অন্য একটি সূত্র থেকে জন্মগ্রহণ করেন।

দীপাবলির সময় মা লক্ষ্মী ও অলক্ষ্মী দুজনেরই পুজো করা হয়। এই বিশেষ দিনে অলক্ষ্মীকে বিদায় জানিয়ে শুভ শক্তির উদয় হয় এবং অশুভ শক্তির বিনাশ ঘটে। এদিন যারা মা লক্ষ্মীর পুজো করেন তাদের আর্থিক উন্নতি ঘটে এবং ভাগ্য খুলে যায়। দেবীর কৃপায় তাদের জীবনে অনেক নাম ও যশ ফিরে আসে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর