ব্যুরো নিউজ ২৪ অক্টোবর : মেটা সম্প্রতি হোয়াটসঅ্যাপে AI অ্যাসিস্ট্যান্স চালু করেছে, যা যে কোনো প্রশ্নের দ্রুত উত্তর দেয়। নতুন আপডেটে AI ইউজারদের ব্যক্তিগত তথ্য মনে রাখার সক্ষমতা অর্জন করবে। এর মাধ্যমে AI আপনার জন্মদিন, পছন্দের খাবার, অ্যালার্জি, পছন্দের লেখক ইত্যাদি তথ্য সঞ্চয় করবে, যা ভবিষ্যতে আপনাকে আরও ব্যক্তিগত অভিজ্ঞতা দেবে।
কলকাতায় ২৪ ঘণ্টার মধ্যে আঁচড়ে পড়বে মুষলধারে বৃষ্টি
সরাসরি ইউজারদের সঙ্গে কথা বলতে পারবে।
এই নতুন ফিচারের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং ইউজারদের হাতে থাকবে পূর্ণ নিয়ন্ত্রণ। ইউজাররা চাইলে কোনো তথ্য মুছে ফেলতে পারবেন অথবা নতুন তথ্য আপডেট করতে পারবেন।এছাড়াও, সম্প্রতি হোয়াটসঅ্যাপে AI চ্যাটের জন্য ভয়েস মোড ফিচারও যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে AI সরাসরি ইউজারদের সঙ্গে কথা বলতে পারবে, যা একটি নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
ঘূর্ণিঝড় ‘ডানা’র আতঙ্কে উড়ান পরিষেবা বন্ধ কলকাতা বিমানবন্দরে
মেটা নিয়মিত হোয়াটসঅ্যাপে নতুন আপডেট নিয়ে আসছে। যেমন, এখন থেকে ইউজাররা তাদের স্টেটাসে পছন্দের কনট্যাক্টসকে ট্যাগ করতে পারবেন। এর ফলে, ওই কনট্যাক্টরা আপনার স্টেটাসের নোটিফিকেশন পাবে। স্টেটাস শেয়ার করার সময় ইউজারদের একটি নতুন বাটন ব্যবহার করতে হবে, যা ক্যাপশন বারে থাকবে।