ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর :ঘূর্ণিঝড় ‘ডানা’র আগমন, আতঙ্ক বাড়ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাতের মধ্যে বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী এই ‘ডানা’। এর প্রেক্ষিতে প্রশাসন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।
সাইক্লোন ‘ডানা’ আতঙ্কের মাঝে কলকাতার টেরিটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
ট্রেন চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ডানার কারণে প্রায় দেড়শোটিরও বেশি ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে
শুক্রবার রাত ৮টা থেকে শিয়ালদহ স্টেশন থেকে সমস্ত লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যাবে। তবে মেট্রোর সময়সূচিতে কোন পরিবর্তন হয়নি। অন্যদিকে, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ঝুঁকি নিতে নারাজ। ঘূর্ণিঝড়ের কারণে ২৪ তারিখ থেকে উড়ান পরিষেবা বন্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ২৫ তারিখ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিমান ওঠানামা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।
হাওড়ায় সাতসকালে রেশন ডিস্ট্রিবিউটরের গোডাউনে ইডির হানা
এই পরিস্থিতির মধ্যেই মুখ্যসচিব বিকেলে ৯ জেলার জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরানোর বিষয়টি দেখছেন। প্রশাসন সমুদ্রের কাছাকাছি এলাকা থেকে লোকজনকে সরিয়ে শরণার্থী শিবিরে রাখার প্রস্তুতি নিচ্ছে।
জেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে । রাজ্যস্তরেও কন্ট্রোল রুম পরিচালিত হচ্ছে যাতে পরিস্থিতি নজরদারি করা যায়। প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। প্রশাসনের তরফ থেকে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।