স্বস্তিকা মুখোপাধ্যায়

ব্যুরো নিউজ ২১ অক্টোবর : পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারলেও, অনেকেই কেশসজ্জার ক্ষেত্রে গতানুগতিক পদ্ধতি অনুসরণ করেন। কিন্তু এবারের দুর্গাপুজোর লুককে দীপাবলিতেনতুনভাবে সাজাতে চাইলে হেয়ারস্টাইলিংয়ে কিছু ভিন্নতা আনতে পারেন। গোলাপ, জুঁই কিংবা জারবেরা নয়, বরং এবার রংবাহারি ফুল ব্যবহার করে চুল সাজান।

কিঞ্জল নন্দের জন্মদিনে স্ত্রী নম্রতার বিশেষ শুভেচ্ছা

কেমন হবে সেই সাজ ?

স্বস্তিকা মুখোপাধ্যায় সব সময় ছক ভাঙা সাজের জন্য পরিচিত। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাজপোশাক থেকেই আপনি কিছু টিপস নিতে পারেন। খোপায় লালজবা বা নীল অপরাজিতার মালা ব্যবহার করতে পারেন। অথবা বেনুনিতে থরে থরে সাজিয়ে দিতে পারেন নীলকণ্ঠ ফুলের মালা। গোলাপও বিনুনীতে সাজানোর জন্য দারুণ হবে।এছাড়া, খোপায় একটি পদ্ম ফুলও যোগ করতে পারেন। বেনুনী বা খোপায় আলতো করে আকন্দের মালা জোড়া প্যাঁচ দিয়ে সেঁটে দিন। কমলা কিংবা হলুদ গাঁদাও চুলের সাজে যুক্ত করতে পারেন। নতুন এক্সপেরিমেন্টের জন্য সাহস আর আত্মবিশ্বাস থাকলে, এবারের দীপাবলিতে আপনার সাজপোশাকের মধ্যে বাজিমাত করতে পারেন।

উত্তর কলকাতার জীবন্ত কালীর মন্দির! এখানে মা শ্যামসুন্দরী ছোট মেয়ে রূপে পূজিত

স্বস্তিকা মুখোপাধ্যায় সব সময় ছক ভাঙা সাজের জন্য পরিচিত। তিনি আনকোরা সাজপোশাকে বারবার ট্রেন্ড সেট করেছেন। অভিনয় ছাড়াও, তার ফ্যাশন স্টেটমেন্টের জন্য তিনি সবসময় খবরের শিরোনামে থাকেন। তার শাড়ি ও ব্লাউজের কালেকশন দেখলে অনুরাগীরা মুগ্ধ হন। গয়নার কালেকশনও অসাধারণ—সোনা, রুপো এবং হালফিলের বিভিন্ন গয়না অভিনেত্রীর কাছে পাওয়া যায়। স্বস্তিকার স্নিগ্ধ সাজপোশাকের প্রতি অনুরাগীদের মুগ্ধতা বরাবরই অটুট।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর