youth-bharati-derby-east-bengal-mohun-bagan-protest

ব্যুরো নিউজ, ১৯ অক্টোবর :ঠিক দু’মাস আগে নিরাপত্তার কারণে বাতিল হয়েছিল কলকাতা ডার্বি। কিন্তু প্রতিবাদের তীব্রতা থেমে থাকেনি। আরজি কর কাণ্ডের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান সমর্থকরা। আজ যুবভারতীতে আইএসএল-এর মঞ্চে আবারও মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। দু’দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে, এবং আজ আবারও তারা বিচারের দাবিতে একত্রিত হবে।

রাজ্য সরকারকে হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের ! কি বলছেন জুনিয়র চিকিৎসকরা ?

ঘটি-বাঙাল আবার একসাথে বিচারের দাবিতে

সোদপুর থেকে ধর্মতলাঃ জুনিয়র ডাক্তারদের ন্যায় বিচার যাত্রা

১৮ অগাস্ট ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করে ম্যাচ বাতিল করে দেয়। তবুও, মানুষের আবেগ থামাতে পারেনি। ডার্বি বাতিল হলেও প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে যুবভারতীর সামনে হাজার হাজার সমর্থক জমায়েত হন। তারা মৃত চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে আওয়াজ তোলেন। পুলিশের লাঠির আঘাতের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায় তারা। স্লোগান ওঠে, ‘ঘটি-বাঙালের এক স্বর, জাস্টিস ফর আরজি কর’।

আজও সেই ঐক্যের ছবি দেখা যেতে পারে। মাস বদলালেও, আরজি কর কাণ্ডে বাংলা এখনো উত্তাল। প্রতিবাদের ঢেউ চলছে সর্বত্র, আর আজ সেই ‘দ্রোহে’ সামিল হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা।

মালদহ মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা সিভিক ভলান্টিয়রদের বিদায়

শনিবার সন্ধ্যা ৭:৩০-এ শুরু হবে ম্যাচ। কিন্তু তার আগে বিকেল ৫টার সময় মানববন্ধন করার ডাক দিয়েছেন সমর্থকরা। যুবভারতী ক্রীড়াঙ্গনকে মাঝখানে রেখে উল্টোডাঙা ও রুবি মোড় পর্যন্ত মানববন্ধন করবেন তারা। এক সবুজ-মেরুন সমর্থক জানিয়েছেন, ‘গতবার পুলিশের কারণে ডার্বি হয়নি। কিন্তু এবার আমরা মাঠে খেলতে চাই। মানববন্ধন করে আমরা আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাব এবং ন্যায় বিচারের দাবি করব।’

শিয়ালদহ ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডে সুপারিন্টেনডেন্টে বিরুদ্ধে মামলা দায়ে

গত অগস্টে ডুরান্ড কাপের ডার্বিতে প্রতিবাদের জন্য গ্যালারিতে টিফো এবং ব্যানার নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচ বাতিল করে দেয়। তারপরও সমর্থকরা মাঠের বাইরে গর্জে ওঠে, যার ফলে পুলিশের লাঠি চার্জও হয়। কিছু সমর্থককে আটক করা হয়। ঘটি-বাঙালের ঐক্যের কাছে প্রশাসন হার মানে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর