puja-train-passenger-record-kolkata

ব্যুরো নিউজ, ১৫ অক্টোবর :কলকাতার পার্শ্ববর্তী জেলা থেকে শহরে পুজো দেখতে আসার জন্য ট্রেন অন্যতম ভরসার কারন। প্রতি বছর পুজোর সময় লোকাল ট্রেনগুলিতে ভিড় উপচে পড়ে, এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি। পুজোর এই কয়েক দিনে লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেনে চড়েছেন। রেলের তথ্য অনুযায়ী, এবার যাত্রী সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়ে গিয়েছে।

ট্রেনের দেরির অভিযোগে যাত্রীকে ক্ষতিপূরণ দিচ্ছে রেল

লক্ষাধিক যাত্রীর যাত্রা

পুজোয় রেকর্ড ৫০ লক্ষের বেশি যাত্রীর আনাগোনা মেট্রো

১০ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে হাওড়া ডিভিশনে প্রায় ৬০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। গত বছর এই সংখ্যা ছিল ৫২ লক্ষ ৬১ হাজার, অর্থাৎ এবছর যাত্রী সংখ্যা ১৩.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, তার জন্য হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমারের নেতৃত্বে রেলকর্মীরা সর্বদা সতর্ক ছিলেন। প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রী সুরক্ষার জন্য নজরদারি করা হয়েছে।

দুর্গাপুজো কার্নিভালে বাড়তি মেট্রোর ব্যবস্থা

শিয়ালদা ডিভিশনেও পুজোর সময় স্টেশনগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই ডিভিশনে যাত্রী সংখ্যা ছিল ১ কোটির বেশি, যা গত বছর ৯৫.৩৬ লক্ষ ছিল। অর্থাৎ, এবছর এই সংখ্যাও বেড়েছে ৫.১৬ শতাংশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর