ব্যুরো নিউজ,১৪ অক্টোবর:শনিবার রাতে মুম্বইয়ের খারনগরে গুলি করে খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। এই হত্যাকাণ্ডের পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। বর্তমানে খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও একজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে।বাবা সিদ্দিকি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং তিনি বলিউড সুপারস্টার সলমন খানের ঘনিষ্ঠ ছিলেন। পুলিশ জানিয়েছে, সিদ্দিকির হত্যা এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
হায়দরাবাদে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের শেষ ম্যাচঃ ভারতীয়দের বিশাল জয়
ভিকি গুপ্তা এবং সাগর পাল
সিদ্দিকি বিভিন্ন সময়ে সলমনের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কারণ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা সলমনকে একাধিকবার হুমকি দিয়েছে। তারা সিধু মুসেওয়ালার মতো সলমনেরও পরিণতি ঘটানোর হুঁশিয়ারি দিয়েছিল।গত ১৪ এপ্রিল, সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানোর ঘটনার পর পুলিশের চার্জশিটে দাবি করা হয় যে ওই ঘটনার জন্য লরেন্সের সঙ্গে যোগাযোগ করেছিল গুলি চালানো দুই বন্দুকবাজ। পুলিশ জানিয়েছে, একটি অ্যাপের মাধ্যমে লরেন্স শ্যুটারদের সঙ্গে যোগাযোগ করেন, যাদের মধ্যে ভিকি গুপ্তা এবং সাগর পাল উল্লেখযোগ্য।
বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডঃ বলিউডে শোকের ছায়া
বাবা সিদ্দিকি তিনবারের বিধায়ক ছিলেন এবং কংগ্রেস থেকে গত ফেব্রুয়ারিতে এনসিপিতে যোগ দিয়েছিলেন। সিদ্দিকির হত্যার পর ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের একজন উত্তরপ্রদেশ এবং অন্যজন হরিয়ানার বাসিন্দা। এছাড়া, সিদ্দিকিকে হত্যার কিছুদিন আগে হুমকি দেওয়া হয়েছিল, যে কারণে তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়।সিদ্দিকি এই নিরাপত্তা বৃদ্ধির পক্ষে ছিলেন এবং বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। শনিবার রাত ৯:৩০ নাগাদ তাকে গুলি করা হয় এবং দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।