kamalpur-head-shaving-protest

ব্যুরো নিউজ,১৪ অক্টোবর:রানাঘাটের কামালপুরে দুর্গাপুজোর উদ্যোক্তারা এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন প্রায়শ্চিত্তের জন্য । এখনও পর্যন্ত কুড়ি জন পুরুষ মাথা ন্যাড়া করেছেন এবং উদ্যোক্তারা জানিয়েছেন, গ্রামের সকল পুরুষ একে একে এই প্রায়শ্চিত্তে সামিল হচ্ছেন।এই ঘটনাটি ভীষণ আলোড়ন সৃষ্টি করেছে। প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় ১১২ ফুটের দুর্গা। এই ঘটনায় পুজো উদ্যোক্তারা অভিযোগ করেছেন যে, প্রশাসনিক অসহযোগিতার কারণে তাদের পুজো সম্পন্ন করা সম্ভব হয়নি। পৃথিবীর বিভিন্ন স্থানে বাঙালির উৎসবের উন্মাদনা থাকলেও, এই অঞ্চলে তা ঘটতে পারল না। তবে, নিজেরা দায়িত্ব নিয়ে মা দুর্গার কাছে ক্ষমাপ্রার্থনা করতে উদ্যোক্তারা মাথা ন্যাড়া করেছেন।

ঋষভ পন্তের চোটের নাটক, বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের রহস্য

এমন ঘটনা বিরল

দুর্গাপুজো উদ্যোক্তাদের দাবি, “এটা আমাদের কাছে লজ্জার। মা মাটিতে শুয়ে রয়েছে, কিন্তু অদৃশ্য ভয়ের কারণে প্রতিবাদ সংগঠিত হয়নি।” তারা আরও বলেন, “এটি প্রত্যেক বাঙালির জন্য মর্মাহত হওয়ার বিষয়। ইউনেস্কো যেখানে দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে, সেখানে আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু সেই সুযোগও আমাদের হাতছাড়া হলো।”এই ঘটনার পর পুরো জেলা জুড়ে আলোচনা শুরু হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, তারা একটি দুর্গা মন্দির নির্মাণ করতে চান, যেখানে সারা বাংলার মানুষ আসবে এবং বাধা প্রদানকারীদের সুবুদ্ধির জন্য প্রার্থনা করবে। তারা চান, এটি যেন দেবী অপমানের কলঙ্কিত স্থান হিসেবে পরিচিতি লাভ না করে।

কিঞ্জলের বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের

শনিবার সকাল থেকে গ্রামের পুরুষেরা মুণ্ডন শুরু করেছেন, যা তাদের প্রতিবাদের একটি ভাষা বলে উল্লেখ করেছেন উদ্যোক্তারা। আজকের দিনটিতে ২০ জনের বেশি পুরুষ মাথা ন্যাড়া করেছেন, এবং তাদের আশা, দ্রুত আরও অনেকে এতে যুক্ত হবেন। দুর্গাপুজো বন্ধ হওয়ার এই ঘটনায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন সবাই, এবং অনেকে মনে করছেন, এমন ঘটনা বিরল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর