post-festival-hair-care-home-remedies

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর :উৎসবের আনন্দ কাটিয়ে উঠতে না উঠতেই চুলের দিকে নজর দেওয়ার সময় এসে গেছে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং দীপাবলির পর, অনেকের চুল হয়ে গেছে রুক্ষ এবং নিস্তেজ। চারদিনের অনিয়ম এবং নানান হেয়ারস্টাইলের কারণে চুলের স্বাস্থ্য খানিকটা শিকেয় উঠেছে। এখন জরুরি হয়ে পড়েছে সঠিক যত্ন নেওয়া। যেভাবে আমরা পেটের জন্য হালকা খাবার খেয়ে থাকি, ঠিক তেমনি চুলের জন্যও দরকার কিছু সহজ এবং কার্যকরী ঘরোয়া টোটকা।

চুল ঘন ও সুন্দর করতে জবা ফুল ও আমলকির বিশেষ উপকারিতা

কার্যকরী টোটকা

ডিম চুলের জন্য একটি প্রাচীন এবং কার্যকরী উপাদান। এটি প্রোটিন এবং ভিটামিনে ভরপুর, যা চুলকে পুষ্টি জোগায়। ১টি ডিম ২ টেবিল চামচ দই ১ টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে নিন। ডিমটি ভালোভাবে ফেটিয়ে তাতে দই এবং অলিভ অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মাথার ত্বক এবং চুলে এই প্যাক লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঈষদোষ্ণ জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ডিমের গন্ধ এড়াতে অন্তত তিনবার ভালো করে শ্যাম্পু করুন এবং শেষবার ভিনিগার স্প্রে করুন।

ঘন চুলের জন্য ৩ ভেষজ উপাদান! যা আপনার চুল মজবুত করবে?

চুলের পুষ্টির জন্য কলা ও মধু খুবই উপকারী। ১টি পাকা কলা ১ টেবিল চামচ মধু। কলাটিকে ভালোভাবে ম্যাশ করে তাতে মধু মিশিয়ে নিন। ভিজে চুলে গোড়া থেকে ডগা পর্যন্ত মাখিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর