rejuvenate-skin-after-festival-facemask

ব্যুরো নিউজ ১২ অক্টোবর : পুজো মানেই আনন্দের সঙ্গে স্মৃতির খোঁজ, আর সেই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করা। পুজোর সময় সাজগোজ এবং মেকআপের গুরুত্বও কম নয়। কিন্তু টানা পাঁচ দিন ধরে পুজো করতে গিয়ে ত্বকও ক্লান্ত হয়ে পড়ে। সকাল-বিকেল ঠাকুর দেখা, রোদে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন প্রসাধনীর ব্যবহারে ত্বকে চাপ পড়ে। পুজোর আনন্দের দিনগুলোতে ত্বকের যত্ন নেওয়া হয় না, যার ফলে পুজো শেষে ত্বকের অবস্থা খারাপ হতে পারে।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্য

এবার লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ভাইফোঁটা আসছে, তাই ত্বকের জেল্লা বজায় রাখতে হবে। তবে চিন্তা করবেন না, এজন্য কোনও কঠিন প্রক্রিয়া করতে হবে না। বাড়িতে তৈরি ফেস প্যাক দিয়েই কাজ সেরে ফেলতে পারবেন।

কীভাবে বানাবেন এই ফেস প্যাক?

উপকরণ:

  • পাকা কলা – ২টি
  • মধু – ২ চা চামচ
  • লেবুর রস – ১ টেবিল চামচ

প্রণালী: ১. প্রথমে পাকা কলা দুটি চটকে নিন। ২. তারপর এর মধ্যে লেবুর রস এবং মধু মিশিয়ে দিন। ৩. মিশ্রণটি ভাল করে মুখে মেখে ১০ মিনিট রেখে দিন। ৪. প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্য

এই প্যাকটি এক দিন অন্তর ব্যবহার করলে ত্বকে জেল্লা ফিরবে ম্যাজিকের মতো। মাত্র ৭ দিনের মধ্যেই আপনি প্রভাব অনুভব করবেন। পুজোর পরের সময়েও আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর