rail-accident-tamil-nadu

ব্যুরো নিউজ ১২ অক্টোবর : তামিলনাড়ুর থিরুভাল্লুরের কাছে শুক্রবার সন্ধ্যাবেলায় এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙার দিকে যাওয়া বাগমতী এক্সপ্রেস, একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে অন্তত ১৯ জন আহত হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। দুর্ঘটনার পর অন্তত ১৩টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং দুটি কামরায় আগুন লেগে যায়।

মুম্বাইয়ে দুর্গাপুজোর উল্লাস, কাজল ও জয়াকে নিয়ে আলোচনা

কি জানাচ্ছেন রেল কর্তৃপক্ষ

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং শনিবার সকালে আটকে পড়া যাত্রীদের স্পেশ্যাল ট্রেনে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ শুরু হয়।ড্রোনের মাধ্যমে তোলা ফুটেজে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত বগিগুলি এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এবং স্থানীয় মানুষের ভিড় দুর্ঘটনার কেন্দ্রের চারপাশে জমা হয়েছে। এটি যেন একটি ভয়াবহ দৃশ্য, যা সকলকে আতঙ্কিত করেছে। তবে রেলের তরফে জানানো হয়েছে যে, ক্ষতিগ্রস্ত কামরার ৯৫ শতাংশ যাত্রীই নিরাপদে রয়েছেন।প্রশাসন জানিয়েছে, সুস্থ যাত্রীদের পরবর্তী ট্রেনে তোলার আগে তাদের জল, খাবার ও অন্যান্য পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে দেওয়া হয়েছে।

কলকাতার ফুটপাতে বিক্রি হচ্ছে  ‘কোল্ড ড্রিঙ্ক’ অমলেট

এই দুর্ঘটনা আবারও রেল নিরাপত্তার প্রশ্ন তুলে ধরেছে। অতীতে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটেছে, যা যাত্রীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দুর্ঘটনার কারণ হিসেবে সিগন্যাল সমস্যা অথবা বাগমতী এক্সপ্রেসের অতিরিক্ত গতি নিয়ে প্রশ্ন উঠছে। রেল কর্তৃপক্ষ এখন এই বিষয়গুলো নিয়ে তদন্ত করছে এবং ভবিষ্যতে এরকম ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর