ব্যুরো নিউজ, ১০ অক্টোবর :কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসা গড়ে তোলার যাত্রায় সিইও দীপিন্দর গোয়েল সর্বদা নেটিজেনদের নজর কাড়েন। সম্প্রতি, স্ত্রীর সঙ্গে নিজেই ফুড ডেলিভারি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। এবার তিনি প্রকাশ করেছেন যে এন্ট্রি-লেভেল স্টাফ নিয়োগের দিকেও তিনি মনোযোগ দেন।
বিগ বসে গাধার আগমন,সলমনের পারিশ্রমিকে চমক
এন্ট্রি-লেভেল নিয়োগে মনোযোগ
গোয়েল জানান, ‘আমি এইচআরও করি, যা সময় সাপেক্ষ। টপ-লেভেল হোক বা এন্ট্রি-লেভেলের লোক, আমি সবসময় নিয়োগ, মেন্টরিং এবং কোচিংয়ের দায়িত্বে থাকি।’ তিনি মানিকন্ট্রোলের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, জোমাটোর চারটি ব্যবসার মধ্যে ডেলিভারি, কুইক কমার্স, হাইপারপিউর এবং ডাইনিং আউটের ওপর তার বিশেষ ফোকাস রয়েছে।
ভারতের নতুন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সফল পরীক্ষার নজির
গোয়েল আরও বলেন, ‘ আমি প্রতিদিনের গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগী হই, যা মাঝে মাঝে পরিবর্তিত হয়।’ তিনি এও জানান যে কোম্পানি বর্তমানে প্রধানত এন্ট্রি-লেভেল পদের জন্য নিয়োগ করছে। সিনিয়র বা মিড-লেভেল পদের জন্য বেশি নিয়োগ করা হচ্ছে না।
৪১ বছর বয়সী গোয়েল বলেন, ‘ আমরা ফ্রন্টলাইন পজিশনের জন্য নিয়োগ করছি। যেমন এন্ট্রি-লেভেল সেলস ও টেক পদের জন্য চাকরির সুযোগ রয়েছে।’ এছাড়া, কোম্পানির দ্রুত উন্নতির কথাও উল্লেখ করেন তিনি। বর্তমানে জোমাটোর ব্যবসার ক্ষেত্রগুলো চারটি হয়ে গেছে, যার মধ্যে নতুন সংযোজন পেটিএম ইনসাইডার।
চাপ বাড়ছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারে বিনীতের ওপর
গোয়েলের এ উদ্যোগ দেখাচ্ছে যে তিনি শুধু ব্যবসার বৃদ্ধির জন্য নয়। নতুন প্রতিভার সন্ধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।